
করোনা তুই এঁটেল মাটি, যাস না ভেসে জলে,
আঁকড়ে ধরে বসে থাকিস, রোগ ছড়ানোর ছলে;
করোনা তুই সুপার আঁঠা, লেগে থাকিস শক্ত,
দেহতে তোর স্বাস্থ্য বেশী, চর্বি পাকাপোক্ত!
করোনা তুই ভালোবাসিস, ইস্পাত লোহা তামা,
গোলাপী রঙ মাখা যেন, করোনা তোর জামা!
বৃষ্টির জলে যাস না ধুয়ে, শক্ত বসে থাকিস,
করোনা তুই রোগ ছড়ানোর, নিত্য স্বপ্ন আঁকিস!
চীন হতে তুই আসলি চলে, যাস্ না কেন ফিরে,
হেঁটে বেড়াস দিবানিশি, হাজার মানুষ ভিড়ে,
এখান হতে যাস ওখানে, মানুষ ভালোবাসিস!
অসুস্থ লোক দেখলে বাপু, মিটিমিটি হাসিস!
ভয় দেখিয়ে করলি যে তুই, লক্ষ মানুষ বন্দি,
কী পদক্ষেপ নিবি পরে, মনে কী তোর ফন্দি!
নাকে মুখে চোখে ঢুকিস, মানিস না তুই বাঁধা,
তোর জন্য যে লেগে গেলো, শহর জুড়ে ধাঁধা!
বেত্তমিজ তুই খুব বেয়াদব, মারবো তোরে লাথি,
নিভে যাবে দেখে নিস তুই, তোর জীবনের বাতি,
ইচ্ছে করে বস্তায় ভরে, বেদম তোরে মারি,
তোর জীবনের পিছে এখন, টানতে ইচ্ছে দাঁড়ি!
এলিয়েন রূপ মানুষ যে, তুই বানিয়ে দিলি,
সকল শান্তি করোনা তুই, এসে কেড়ে নিলি;
রূপ পাল্টিয়ে অদৃশ্য তুই, বেড়াচ্ছিস খুব ঘুরে,
শহরজুড়ে গেয়ে যাচ্ছিস, মৃত্যুর সঙ্গীত সুরে।
যেদিন আল্লাহ হবেন তুষ্ট, তুই তো যাবি মরে,
আচ্ছা করে মারবো ঘুষি, সেদিন তোকে ধরে,
আল্লাহ্ আমার খুব দয়াশীল, তুই কী জানিস বোকা,
অহম ভেঙ্গে যাবে একদিন, ও করোনা খোকা!
©কাজী ফাতেমা ছবি
১৭-০৬-২০২০
করোনা আবার এসে গেল । কয়েকজনের মৃত্যু সংবাদ শুনলাম। সাবধানে থাকবেন সবাই। মাস্ক পরবেন মাস্ট। আল্লাহ আমাদের হেফাজতে রাখুন।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২৫ বিকাল ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



