
©কাজী ফাতেমা ছবি
দিয়ো একটি গোলাপ, কখনো মনে প্রেম এলে
টকটকে লাল গোলাপ, সাথে দুটো সবুজ পাতা,
মনদানিতে প্রেমের জলে রাখবো ডুবিয়ে,
ভালোবেসো সময় ফুরিয়ে যাওয়ার আগেই!
দিয়ো সবুজ পাড়ের লাল টুকটুকে শাড়ী,
সাথে একগুচ্ছ চুড়ি,
কাঁচ ভাঙা হাসির বাঁধ ভাঙা ঢেউয়ে ডুবাবো,
হেসো মুগ্ধতায়, জড়তা আসার আগেই!
দিয়ো রক্ত রাঙা ভোর, সোনালী আভা,
কিছু রক্তিম গোলাপ পাপড়ি
আঁচলে দিয়ো তুলে ঝলমলে রোদ্দুর,
বায়নায় মন রেখো, জরাজীর্ণতা ছোঁয়ার আগেই!
দিয়ো দুপুর হলুদাভ, কিছু সোনালু ফুল,
আর গোলাপ, ঘ্রাণ মাখা প্রহর,
যেখানে দাঁড়ালেই হাওয়ায় উড়ে যায় চুল
মন হয় সুখে আনমনা,
নিয়ে যেয়ো যমুনার ঘাট, মেঘনার তীরে,
অশীতিপর দেহে ভর করার আগেই!
দিয়ো বিকেলের মিঠে রোদ্দুর, মিহি হাওয়া
সবুজ দূর্বাঘাস প্রান্তর, দিয়ো বালিচর,
হেঁটে বেড়ানোর জন্য কিছু প্রহর, এক ঠোঙা বাদাম,
দ্বিধাদ্বন্দ উড়িয়ো ভালোবেসে,
খঞ্জন সময় ইতি ঘটার আগেই!
দিয়ো গোধূলী রঙ এক গুচ্ছ গোলাপ,
তরতাজা রজনীগন্ধা, বেলীর মালা অথবা
ঘ্রাণে মাতাল করা বকুল ফুল,
গোলাপের মতই সতেজ কিছু প্রহর আমার জন্য রেখো,
কিছু সুখ ছন্দ জীবন ছুঁয়ে থাকুক এইতো চাই,
বুক পকেটে করে সুরভিত এক প্রেম মন নিয়ে এসো
আলগোছে ছোঁয়ে দেব, প্রেম শিহরণ উঠুক বুকের বামে,
কিছু প্রজাপতি সময় জড়িয়ে থাকুক তোমায় আমায়,
বেলাশেষের খেয়ায় পা রাখার আগেই!
©কাজী ফাতেমা ছবি
২৪-০৬-২০২০
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



