
কত কবিতাই তো লোকজন লিখে মনের মাধূরী মিশিয়ে
শব্দের পর শব্দ সাজিয়ে, মনের যত অব্যক্ত কথন;
মূল্যায়ন হয় না অবশেষে, কবিতার প্রতি মন যায় বিষিয়ে।
ঝরে যায় অনেকেই
আর থেকে যায় অনেক অকবি কবিতার ভাগাড়ে
কবি’রা তবে বাঁচবে কি নিয়ে?
আমি কবি নই, নিম্নমানের শব্দ অকবিতার পাতা জুড়ে;
চাই না কেউ আমায় লেখিকা বলুক অথবা কবি,
অথচ যারা লিখছে অবিরত, সুন্দর, শব্দে আছে মাধুর্য,
ভালোবাসা বিষাদ বিরহ অথবা সমাজ নিয়ে কলিজা কুরে কুরে,
তাদের কবিতাগুলো গুমড়ে কাঁদে খাতার পাতায় পাতায়;
হয় না মূল্যায়ন, ভালো কবিতা ফেলে মানুষ তুলে নেয়
লুতুপুতু মানহীন কবিতাগুলোকে।
মন বিষাদে ছেয়ে যায় এবেলা, তবে আমি কী আর লিখি
ছিঁড়ে ফেলে দেবো কবিতার খাতা, লিখবো না আর কিছু
পুরষ্কার পেয়ে অকবিতাগুলো হাসে দাঁত খিঁচিয়ে,
বারবার হাজারবার তারা জিতে যায়,
একই চিত্র একই ছবি ভেসে উঠে কবিতার বিচারে
বিচারের মানদন্ড তবে কোনদিকে হয় ধাবিত
কেনো তবে
মান ভালো কবিতার মূল্য থাকে না সিকি।
©কাজী ফাতেমা ছবি
৩১/০৮/২০১৮
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




