
এমন আরাম হাওয়ার বুকে, এমন দিনে
চা'কে বেঁধে রাখি ভালোবাসার ঋণে,
চাও যদি তুমি, তোমায় চায়ের মতই বাসি ভালো,
একেলা বসো না তবে আর , মুখ করে কালো!
মুঠোফোন রেখে এসো, দখিনা দাওয়ায় এক চিলতে রোদ
আলো ছায়ার এই সকালে আহা বুকে পাচ্ছি সুখবোধ,
তুমি চেয়ার পেতে বসো, চা করছি তৈরি,
চলো বেয়ে উঠি এবেলা প্রেমের সিঁড়ি।
চোখের তারায় পৌঁছাক দিনের স্বচ্ছ আভা,
আমাদের সময়টুকুও হউক মনোলোভা,
চুমুকে চুমুকে তৃপ্তি উষ্ণ চায়ের জলে,
মনে দেয়ালে উঠুক প্রেমের বাতি জ্বলে।
মুখ করে রেখো না বাঁকা
তোমায় দেখলে কেমন বুকটা লাগে ফাঁকা,
হাসিখুশি থাকো যদি
সুখ বইবে বুক নদীতে নিরবধি।
হা হুতাশ সব বন্যার জলে ভাসিয়ে দাও,
বসো পাশে, চায়ের কাপ হাতে নাও,
মাঝে মাঝে চিনি মিশাতে হয়, তাই চিনি দিলাম মিশিয়ে
তিতে চায়ে কেমন মন তুলে বিষিয়ে।
দাঁড়াও এসে দাওয়ায়, গাছেরা দেখো সুখে দুলছে
কিছু ফুল কলি পাপড়ির ডানা খুলছে,
কী সুখ অনুভূতি এখানে, চারিদিকে হাওয়ার নাচন,
মন থেকে অহম সরিয়ে এসো, হউক সুখের তরে বাঁচন।
©কাজী ফাতেমা ছবি
২৬/০৮/২৫
চায়ের কাপে টুংটাং সুর-৮
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



