আজ বাংলাসনের আরেকটি বছর এসে গেল... স্বাধীনতার পর অনেকগুলো এরকম বছর চলে গেছে.. কিন্তু আমাদের সাধারন মানুষদের কি ভাগ্য ফিরেছে নাকি আমাদের কোন মৌলিক অধিকার পুরন হয়েছে? খাদ্য,বস্ত্র, বাসস্হান কোন মৌলিক অধিকার এর কথা বলব.. আপনারা কি খেয়াল করেছেন ক্ষমতাবানরা, রাজনীতিবিদরা , বুদ্ধিজীবিরা সবাই শুধু সেমিনার করে করে বলেন সাধারন মানুষের ভাগ্য ফেরাতে এটা করতে ওটা করতে হবে.. কিন্তুু কাজটা কে করবে...?
সব সমস্যার কথা বাদই দিলাম, শুধূ মাত্র বিদ্যুৎ খাতটাও কি স্বাধীনতার এত বছর পরও আমাদের দেশের ক্ষমতাবানরা ঠিক করতে পেরেছেন? দেশের সব মানুষকে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পৌছে দিতে হাজার কোটি টাকা যোগান দিতে কি স্বাধীনতার এত বছর পরও তারা অপারগ? সরকার কি একটা পরিকল্পনা তৈরীও করতে পারেনা... আর আমাদের কেন হাজার কোটি টাকা খরছ করে মিগ-২৯ কিনতে হবে? কেন কোটি টাকা খরছ করে উপদেষ্টাদের জন্য গাড়ী কিনতে হবে, কেন মন্ত্রী, আমলা, রাজপুত্ররা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করবে.. এই টাকা দিয়ে কি আমাদের কাছে সরকার নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পৌছে দিতে পারতনা...
অবশ্য.. এই গরমে বিদ্যুৎ চলে গেলে একজন বৃদ্ধ রোগীর কাতরানী , একটি শিশুর হঠাৎ হঠাৎ কান্না , সারারাত না ঘুমিয়ে আবার অফিসে যেতে হবে চিন্তা করে একজন চাকুরীজিবীর দীর্ঘশ্বাস এরকম কোটি কোটি মানুসের যে কষ্ট সেটা আমাদের ক্ষমতাবানরা কি অনুভব করেন? সে দীর্ঘশ্বাস, কান্না, কাতরানী কি তাদের শীতাতপ কামরার চারদেয়ালের ভিতর পৌছাতে পারে...?
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





