বিশ্ব বিখ্যাত চলচ্চিত্রঅভিনেতা ভারতের অমিতাভ বচ্চন জ্যোতিষীদের গণনা অনুযায়ী তার পুত্র অভিষেক বচ্চনের জন্য নির্বাচিত পাত্রী অভিনেত্রী ঐশরিয়া রায়ের নিয়তি থেকে অমঙ্গল দূর করার জন্যে ধর্মীয় নির্দেশ অনুসরণ করে প্রথমে তাকে বৃক্ষের সাথে বিয়ে দিয়ে পরবর্তীতে নিজের সন্তানের সাথে বিয়ে দেন । ভারতীয় চলচ্চিত্রের সূচনা দেবদেবীর বন্দনা দিয়েই শুরু করা হয়, ভারতের রাষ্ট্রীয় দললি-দস্তাবেজ, চিঠি-পত্রে দেবতা ব্রম্মার প্রতীক ব্যবহার করা হয় । এভাবে প্রত্যেকটি ক্ষেত্রেই তারা নিজেদের ধর্মকে ব্যক্তিগত ও রাষ্ট্রীয়ভাবে প্রাধান্য দিয়ে থাকেন এবং শুধুমাত্র ইসলাম ও মুসলমানদের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার নসিহত খয়রাত করেন ।
এবার আমেরিকার দিকে দৃষ্টি নিক্ষেপ করুন, তারা তাদের মুদ্রার ওপর লিখেছে ’আমরা গড-এ বিশ্বাসী’ এবং আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট বাইবেল স্পর্শ করে শপথ গ্রহণ করেন । বিয়ের ক্ষেত্রেও তারা ধর্মীয় পোশাকে সজ্জিত হয়ে গির্জায় গিয়ে ধর্মীয় রীতিতেই বিয়ে করেন এবং মৃত্যুর পরেও ধর্মীয় রীতিতেই সৎকার করেন । নিজেদের ধর্ম ীয় নেতৃত্বের বিরুদ্ধে কেউ যে ন কোন টু শব্দ করতে না পারে এ জন্য তারা ’ব্লাসফেমী আইন’ বলবত করেছে ।
অথচ তারাই চরম সাম্প্রদায়িকতায় উদ্দীপ্ত হয়ে ইউরোপের বুকে কোন মুসলিম রাষ্ট্র বরদাশত করা হবে না বলে ঘোষণা দিয়েছে । তাদের দেশের পত্র-পত্রিকা, প্রচার মাধ্যমে কবিতা-সাহিত্যে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে খিস্তি-খেউর লেখা হচ্ছে, নবী করীম (সাঃ) এর প্রতি ব্যঙ্গাত্বক লেখা ও কার্টুন ছাপা হচ্ছে । পবিত্র কোরআন, হাদীস, নবী করিম (দঃ) ও সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যে যত বেশী আপত্তিকর কথা লিখতে পারে, তাকে তারা ততবেশী সম্মান-মর্যাদা দিয়ে ’নাইট’ উপাধিসহ নানা ধরনের পুরস্কারের মাধ্যমে তার জন্য নিচ্ছিদ্র নিরাপত্তার বলয় রচনা করে । গলায় ক্রুশ ঝুলিয়ে অফিসে বা শিক্ষাঙ্গনে আসতে বাধা না থাকলেও মুসলিম মেয়েদের জন্যে হিজাব পরিধান করে অফিস বা শিক্ষাঙ্গনে আসতে বাধার সৃষ্টি করে । কোন মুসলমান পার্লামেন্ট সদস্য নির্বাচিত হবার পরে সে কোরআন স্পর্শ করে শপথ গ্রহণ করতে চাইলেও বাধার সৃষ্টি করে । ইসলাম ও মুসলমানদের প্রতি বিদ্বেষপোষণ করার কারনে এদেশে যারা জনগণের ঘৃণা কুড়ায়, তাদেরকে তারা নিজের দেশে স্বসম্মানে স্থান দিয়ে পুরস্কৃত করে । এমনকি আমাদের দেশের একজন নাস্তিক ইসলাম ও মুসলিম বিদ্বেষী নারীবাদী লেখিকার পক্ষ নিয়েও খোদ আমেরিকার ততকালিন প্রেসিডেন্ট কিন্টন সাফাই পেশ করেছিলেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






