আমার সাহসগুলো ভীষণ ভীত
ঘরের কোণে, একলা শেকল পরিহিত ।
ডুকরে কাদে, আজান্তে।
দু:স্বপ্নের ঘোর কাটে মায়াবী দেবীর মিস্টি হাসিতে
সাহসগুলো সাহসী হয়, দেবীর আরাধনাতে
আমি গল্প শোনাই , দেবীর ,আমার আমাকে।
আমার ভীত সাহসগুলিকে সাহসী হবার প্রেরণা দেই
আপনার সাহস থেকে।
দেবীর প্রশংসায়
হারিয়েছে ভাষারা ঠিকানা
শব্দরা হয়েছে দিশেহারা
বিচ্ছিন্ন দ্বীপে, আমার কল্পনা।
জগতের সকল মায়া
দেবীর চোখের পাতা,
অবাক বনে হারাই আমি সারাবেল।
সাহসগুলো সাহসী হয়,
দেবীর সাহসীকতায়।
জানি পূর্ণতা পাবে না কখনোই আমার এই নিঃস্বার্থ ভালোবাসা।
তবুও এই অপার স্নিগ্ধ নিঃস্বার্থ ভালোবাসায়,
আমার সুদীর্ঘ একাকী পথাচলা, আনন্দের মিছিলে।
মুগদ্ধতার কাশবনে হারাই আমি দেবীর সরলতায়।
শেকল ভাংগা ভীত সাহসগুলো সাহসী হবে বলে।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



