* সম্ভবত বাঙ্গালীদেরই সর চেয়ে বেশী দল উপদল। কে যেনো বলেছিলো এক ইসলামী দলই আছে দেশে ৮৬ টা!!!! এবং সবাই মনে করে তার দল ছাড়া বাকীরা সবাই ফেৎনা!!!!!
* বিশ্বের সব দেশেই বাংলাদেশের দল গুলোর শাখা আছে!!! এবং তারা দেশের মতই সেই খানেও কামড়া কামড়ি করে!!!! কেনো???
* প্রথমেই বলি --- আমি সকল চিহ্নিত অচিহ্নিত যুদ্ধাপরাধী ও রাজাকারের কঠিন শাস্হি চাই।
কিন্তু আমার প্রশ্ন ৪০ বছর পরে বিচার কি সম্ভব??? যেদেশে যুদ্ধাপরাধীরা হলো প্রাক্তন মন্ত্রী আর মুক্তিযোদ্ধারা হলো রিক্সাচালক- দিনমজুর। আর সরকার বদলেই দিন হয়ে যায় রাত আর রাত হয়ে যায় দিন। বিচার চলে যুগ যুগ ধরে.....। সেখানে স্বাক্ষীদের নিরাপত্তা কোথায়??
* আমি অবাক সবচেয়ে বেশী যুদ্ধাপরাদের প্রামান রয়েছে সাকার বিরুদ্ধে..... তাহলে সাকার বিচার কেনো আগে হইলো না। কোনো এক ঔষধালয়ের মালিককে খুন করেছিলো নাকি ৭১ এ। তার ছেলে মিডিয়াকে বলেছিলো। এত বড় শক্ত স্বাক্ষী থাকতেও ষাকার বিচার ধীরে হচ্ছে কেনো??? আমার তো সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন আছে। আপনার কি মনে হয়??? এ সরকার বদলে গেলে ঐ স্বাক্ষী কি নিরাপদ --- আপনার কি মনে হয়?? এ সব সংশয় অন্য স্বীক্ষীদের কি সংকিত করে তুলছে কি না???
* ১/১১ এ সেনারা হাসিনা- খালেদাকে জেলে ডুকাইছিলো, তারেক- কোকো কে বানাইছে, সবাই কে দৌড়ের উপার রাখছিলো কিন্তু আমাদের সেনাবাহিনী ঐ জারজ জামাতি গুলোরে কিছু বলল না কানো????
* শেখ হাসিনার উপর বোমা হামলা হয়, ইলিয়াস আলী গুম হয়, তারেকের ট্যং বাংগা হয়। জামাত শিবিরের কোনো শীর্ষ নেতার কোনো সরকারের আমলেই কিছু হয় না!!!! জাল মে কুছ কালা ...... কাউ জানলে উত্তর টা আমাকে জানাইয়েন।
* আমি সকল চিহ্নিত অচিহ্নিত যুদ্ধাপরাধী ও রাজাকারের কঠিন শাস্হি চাই--- বিনা বিচারে। নির্মম শাস্হি। ৪০ বছর পর তারা আজ অর্থ বিত্তে অনেক শক্তিশালী। প্রমান করার সময় নাই। বিনা বিচারেই গায়েব করে দিতে হবে। একটা হিট লিষ্ট করে এক এক পরে ----। জাতিকে দায় মুক্ড় করা হোক..। কে কে একমত হাত তোলেন....
* আমি কথিত এই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার বিরোধী। এ প্রক্রিয়া শেষ হতে অনেক সময় লাগবে এবং সকল চিহ্নিত অচিহ্নিত যুদ্ধাপরাধী ও রাজাকারকে এ প্রক্রিয়ায় আনা প্রায় অসম্ভব। এ বিচারা আমরা যদি কিছু অপরাধীকে ফাসি দেই । তাহলে দীর্ঘ মেয়াদে জামাত দেশের রাজনীতিতে বাশী লাভবান হবে!!!!! কারান আমাদের দেশের বেশীর ভাগ মানু্ষ ধার্মিক কিন্তু জামাতের ৭১ এর ভুমিকার কারনে জামাত কে সমর্থন করেনা। বিচার হয়ে গেলে জামাত নিজেদের ইমেজ ক্লিন করতে এটা ইউজ করবে। আর বিচার যদি স্চ্ছ না হয়, পাবলিক সিম্প্যথি ও পেয়ে যেতে পারে। তাই দীর্ঘ মায়াদে এটা দেশের জন্য ভাল না ও হতে পারে। আপনার কি হনে হয়???
ভাই আমি যা ভাবি তাই লিখলাম.. পক্ষ- বিপক্ষে মতামত স্বাগতম....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




