জন্মের আগেও জম্নেছি বহুবার
জন্মেছি আমি দ্রোহে সংগ্রামে, সরল বিদ্রোহে, আত্নতৃপ্তি পাওয়া কবিতায়
জীবনের সাথে মিশে থাকা সকল বিন্দু, বৃত্ত অথবা রেখায়।
জন্মের পরও জন্মাবো বহুবার
পরাজয়ের পর জয়ের নেশায়
ইহলোকে,পরলোকে, যে কোন গ্রহে বাস্তব অথবা কল্পনায়।
মৃত্যর আগেও মরেছি বহুবার
মনে মননে, নিজলা বিশ্বাসে, হতাশ মনের ক্লান্ত দীর্ঘশ্বাসে
মরেছি আমি আকাশে বাতাসে কখনো বা সবুজ ঘাসে।
মৃত্যর আগেও মরেছি বহুবার
মরব আমি আশাহীন উলটো স্রোতের নদীর জলে
মরব সত্য মিথ্যা, জন্মো অথবা মৃত্যতে।
দেব জ্যোতি ভক্ত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




