১
প্রেম আগুনের মতো, জ্বলার মতো সব কিছুতেই জ্বলে উঠতে পারে।
২
আলোর চাইতে অন্ধকার বেশি গাঢ়।
৩
স্বপ্ন চুরির ভয়ে অনেকেই স্বপ্ন দেখেনা। স্বপ্ন দেখতে সাহস লাগে যা অনেকেরই নাই।
৪
ইতিহাস জীবিত তাই সুযোগ পেলেই বদলায়।
৫
জোর করে যারা ভাষার প্রয়োগ [অপপ্রয়োগ নয়] ঠেকাতে চায় তারা আসলে ভাষার মরণ চায়।
৬
যারা আত্নহত্যা করেনা তারা স্বপ্ন দেখতে পারে ও বদলাতে পারে।
৭
কোথাও কোথাও আধুনিকতা মানে উগ্রতা।
৮
বাস্তবতা এতটাই কঠিন যে মানুষ বিনয়ী হলে সন্দেহ করে।
৯
কিছু কিছু সত্য মিথ্যার মতো শোনা যায়।
১০
আশেপাশের মানুষগুলোকে ততোটাই সুন্দর দেখায় যতোটা তারা কুৎসিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




