আমি হাসতে হাসতে তোমার প্রেমে ভাসতে চাই
আমি দেখতে দেখতে তোমার ছবি আকতে চাই
আমি চাই তুমি ভালবাস আমার ভালবাসাকে
নয় আমাকে
আমি মরতে মরতে ভালবাসা গড়তে চাই
আমি বলতে বলতে তোমার সাথে চলতে চাই
আমি চাই তোমার ভালবাসার ধোয়া
নয় তোমার ছোয়া।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




