কদিন আগেই আমরা আমাদের ৩৭তম বিজয় দিবস পালন করলাম। এত বছর পরও আমাদের প্রায়ই বলতে হয় "বর্তমান বাংলাদেশে স্বাধীনতার প্রকৃত চেতনার বাস্তবায়ন হয় নাই'। এখনও দেখতে হয় স্বাধীনতা যুদ্ধের সক্রিয় বিরোধীদের উদ্ধত আচরণ।
এই জাতীয় শত্রুরা যখন আমাদের রাজনৈতিক ও রাষ্টীয় কাঠামোতে প্রবেশ করেছে তখন আমরা তাদের বিচারের দাবিতে সোচ্চার! এই দাবি কি আরও অনেক আগে করা উচিত ছিলোনা?
বিষয়টি তো এমন হয়ে যাচ্ছে তারা আজ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত এজন্যই একটি গোষ্ঠী তাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে! এই ব্যার্থতা কাদের? আমাদের নয় কি?
আমরা সব সময় চুপকরে বসে থাকি কখন তারা আমাদের সংষ্কৃতির উপর হামলা করবে, কখন তারা আমাদের মহান মুক্তিযুদ্ধুকে কটাক্ষ করে কথা বলবে, কখন একজন মুক্তিযোদ্ধাকে লাথি মারবে আর আমরা তখন ফুঁসে উঠব। আজও আমরা সেই পথে হাটছি। অথচ তাদের ভোট দেওয়া তো দূরের কথা, তাদের এ দেশে থাকতে দেওয়াই তো আমাদের জন্য পাপের।
আমাদের এরকম ইস্যু ভিত্তিক প্রতিক্রিয়া না দেখিয়ে এই সকল স্বাধীনতা বিরোধীদের সমূলে নির্মূল করার জন্য একাট্টা হওয়া প্রয়োজন।
এখন প্রশ্ন একাট্টা হয়ে কী করা যাবে?
আমরা দেখেছি স্বাধীনতাবিরোধীরা একাট্টা হয়ে কি করতে পেরেছে। আজ তাদের সমর্থকদের সংখা কি কম? আজ তাদের রাজনৈতিক ভিত্তি কি সুদৃঢ় নয়?
আমরা জানি তাদের অনেকগুলো সেবা(প্রকৃতপক্ষে ব্যবসা) প্রতিষ্ঠান আছে। আমরা সেগুলোকে বর্জন করতে পারি, আমরা আমাদের সাংস্কৃতিক মুল্যবোধের উত্তরণ ঘটিয়ে তাদের মৌলবাদী অপতৎপরতা রোধ করতে পারি।
আমাদের নিস্ক্রিয়তা এদেরকে আরও ভয়ংকর করে তুলবে, যা কোনো সচেতন দেশপ্রেমিকের কাম্য নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




