http://www.abc.dufs.org
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের গতিশীল সংগঠন গুলোর মধ্যে অন্যতম। “ সুস্থ চলচ্চিত্র সুস্থ দর্শক’’ এই স্লোগান নিয়ে সংগঠনটি সুস্থ ধারার চলচ্চিত্র আন্দোলনের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দেশের মানুষকে সুস্থ সুন্দর চলচ্চিত্র দেখার সুযোগ করে দিতে এই সংগঠন প্রতি বছরই আয়োজন করে আসছে বিশ্বের নামকরা সব চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র উৎসব। যেমন: ১ম জাতীয় চলচ্চিত্র উৎসব ১৯৯৪, ২য় জাতীয় চলচ্চিত্র উৎসব ১৯৯৬,Science Fiction Film Week 1998, War Film Week (1998), Oscar Film Week (1999), Comedy Film Week (2000), Week on Film Classics (2002), চলচ্চিত্রে বাংলার মুখ (২০০২), সত্যজিৎ এর চলচ্চিত্র (২০০৩), বাংলা চলচ্চিত্র উৎসব ২০০৪, বাংলা ছবি ২০০৫, Animation Film Festival 2005 , বাংলাদেশের চলচ্চিত্রর ৫০বছর ২০০৭, ক্যামেরা যখন রাইফেল ২০০৭, অপরাজিত (২০০৭), আমার ভাষার চলচ্চিত্র ২০০৭, আমার ভাষার চলচ্চিত্র ২০০৮, আমার ভাষার চলচ্চিত্র ২০০৯, আমার ভাষার চলচ্চিত্র ১৪১৬ এবং বৈচিত্র্যেই জীবন ২০১০।
২০০৭ থেকে প্রতি বছর বিশ্ববিদ্যালয় পর্যায়ের নবীন চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র নির্মানে উৎসাহিত করতে আয়োজন করেছে International Inter-University Short Film Festival। এছাড়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রতি বছরই আয়োজন করে Film For Freshers ।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবারের উৎসবে প্রদর্শন করবে বাংলাদেশ ও ভারতের বেশ কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র । এবারের উৎসব বাংলাদেশ থেকে থাকছে, জীবন থেকে নেওয়া, হঠাৎ বৃষ্টি, সূর্য দীঘল বাড়ি, দীপু নাম্বার টু, লালন, ডুবসাঁতার, আগুনের পরশমনি, মোল্লা বাড়ির বউ, আহা!, মহানায়ক। ভারতীয় বাংলা চলচ্চিত্রের মধ্যে আছে নিশিযাপন, হারবার্ট, আবহমান, The Japanese Wife, Madly বাংঙ্গালি, অটোগ্রাফ, মন্দ মেয়ের উপাখ্যান, নায়ক, শুকনো লংকা এবং নটবর Not Out ।
বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তন এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উৎসবটি চলবে পাঁচ দিন ব্যাপী । উৎসবের অনলাইন মিডিয়া পার্টনার bdnews24.com । উৎসবের রেডিও পার্টনার হিসেবে আছে radioaha।
২৪ ফেব্রুয়ারি ২০১১ সকাল ১০:০০ টায় উসবের উদ্বোধন করা হবে। উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সম্মানিত সঞ্চালক অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক । বিশেষ অতিথি হিসেবে থাকবেন ২১শের শহীদদের স্মরণে নির্মিত প্রথম শহীদ মিনারের স্থপতি ড. সাইদ হায়দার। অনুষ্ঠানে সভাপতি করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি রিপন কুমার দাশ । প্রতিদিন ৪ টি সেশন প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো। সকাল ১০ টা, দুপুর ১টা, বিকেল ৪টা ও সন্ধা ৬:৩০ টায় সেশনগুলো শুরু হবে।
দিন ও সময়
২৪ ফেব্রুয়ারি
জীবন থেকে নেয়া
হঠাৎ বৃষ্টি
সুর্য দীঘল বাড়ি
নিশিযাপন
২৫ ফেব্রুয়ারি
দীপু নাম্বার টু
লালন
হারবার্ট
ডুবসাতাঁর
২৬ ফেব্রুয়ারি
আগুনের পরশমনি
আবহমান
The Japanese Wife
Madly বাঙালী
২৭ ফেব্রুয়ারি
মোল্লা বাড়ির বউ
আহা!
অটোগ্রাফ
মন্দ মেয়ের উপাখ্যান
২৮ ফেব্রুয়ারি
মহানায়ক
নায়ক
শুকনো লঙ্কা
নটবর Not Out
http://www.abc.dufs.org
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




