বাচ্চাদের সাথে সম্পর্কটা আমি খুব এনজয় করি। একটু আগে একটা বাচ্চার সাথে মোবাইলে কথা হচ্ছিল। আলাপটা পুরেপুরি ফানি --
বাচ্চা: ভাইজান কেমন আছেন?
আমি: ভাল।
বাচ্চা: ভাবীসাব কেমন আছেন?
আমি: উনি ও ভাল।
বাচ্চা: ভাবীসাব আপনার যত্ন ঠিকভাবে নেন তো?
আমি: হ্যাঁ, পিচ্চিদের যত্ন নিয়ে যেটুকু সময় পান সেটুকু আমাকে দেয়ার চেষ্টা করেন।
বাচ্চা: পিচ্চিদের যত্ন কিভাবে নেন?
আমি: শীত চলে এসেছে তো তাই তিনি ওদের শরীরে রোদে দেয়া সরিষার তেল খুব করে মাখেন। এটা করতেই তো তার দিনের বেশীরভাগ সময় চলে যায়।
বাচ্চা: উনি কেন শুধু এটা নিয়ে এত ব্যস্ত থাকেন?
আমি: আপনি কোন চোরকে দেখেছেন?
বাচ্চা: না, তবে ছোট চাচার কাছে গল্প শুনেছি। কিন্তু কেন?
আমি: চোরেরা কিন্তু চুরি করার আগে গায়ে বেশি করে তেল মেখে নেয়। আপনার চাচার কাছ থেকে জেনে নিতে পারেন। উনি তো গ্রামের মানুষ। নিশ্চয়ই দেখেছেন?
বাচ্চা: কিন্তু কেন?
আমি: আপনার ভাবীসাব সারাদিন পিচ্চিদের শরীরে তেল মেখে তাদের দক্ষ চোর বানানোর চেষ্টা করছেন। বুঝতেই পারছেন আপনার ভাবীসাব সন্তানদের ভবিষ্যত নিয়ে চিন্তিত। তিনি মনে করছেন যেকোন কাজে চাই দক্ষতা অর্জন। কারণ সন্তানরা দক্ষ চোর না হলে বেশীরভাগ মুখোশধারী চোরদের এই দেশে টিকে থাকবে কিভাবে?
বাচ্চা: তাই বুঝি আগাম প্রস্তুতি?
আমি: হ্যাঁ। হা হা হা হা । ঠিকই ধরেছেন।
(শুধুমাত্র মজার জন্য। আশা করি কেউ কিছু মনে করবেন না)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




