মানুষের শরীর এবং মন দুটোই বহুগামী বৈশিষ্ঠ্যর অধিকারী। এটা অন্য সব প্রানীর মতো মানুষের ক্ষেত্রে ও প্রযোজ্য। মানুষের শরীর এবং মন সব ক্ষেত্রেই নতুন কিছু চায়। ইহা মানুষের বৈশিষ্ঠ্য--পুরুষ ও নারী উভয়েরই একই ধরনের। এতে লজ্জার কিছু নেই। তাছাড়া কোন ছেলে বা মেয়ে শুধুমাত্র একটা ছেলে বা মেয়ের সাথে সম্পর্ক রেখে সুস্থ থাকতে পারে না।
তাছাড়া ভালবাসা মানে কাউকে শারিরীক কিংবা মানসিকভাবে আটকে রাখা নয়। ধর্ম মানুষের এই বৈশিষ্ঠ্যকে চাপা দেওয়ার অনেক বিধান করেছে। কেউ কেউ সেই বিধান মেনে চলতে চায়। কিন্তু মানুষ এটা মেনে চলতে পারে না। আবার অনেকেই ধর্মের সবকিছু মানার চেষ্টা করলেও এদিকটা মানেন না। তবে বেশীরভাগ ধার্মিকগন এটা স্বীকার করতে চান না কিংবা স্বীকার করার সৎ (সত) সাহষ নেই।
ধর্ম এই ধরনের সম্পর্ককে স্বীকার করে না। কিন্তু যদি ধর্ম প্রচারকদের জীবনকেই দেখেন তাহলে দেখবেন তাদের বেশীরভাগেরই একাধিক নারীর সাথে সম্পর্ক ছিল।ধর্ম প্রচারকরা ছিল ছেলে তাই তারা ছেলেদের বিষয়গুলোকে মেনে নিয়েছে। কিন্তু যেহেতু কোন মেয়ে ধর্ম প্রচারক ছিল না তাই মেয়েদের বিষয়গুলো কখনো এই পুরুষশাসিত সমাজে আলোচনায় আসেনি। বাঙ্গালিরা এগুলোকে বলে চরিত্র। কিন্তু এখানে মিথ্যা কথা বলা কিংবা কাউকে ঠকানো এগুলো কোন অপরাধ নয়। এগুলো করলে সে এখানে চরিত্রহীন নয়। যাই হোক ভন্ডামীর কিন্তু একটা সীমা থাকা উচিত। বাস্তবে আমাদের (বাঙ্গালিদের) ভন্ডামীর কোন সীমা নেই।
শুধুমাত্র ছেলে কিংবা মেয়ে বন্ধুর সাথে মোবাইলে কথা বলাটাও কোন স্বামী অথবা স্ত্রী এই সমাজ ব্যবস্থায় মেনে নিতে পারছে না। একারনে অনেকের সংসার ভেঙ্গে যায় তা আমি দেখেছি। অথচ বাঙ্গালিরা আমাদের চরিত্র নিয়ে সবসময় গর্বিত থাকি। আমরা লুকিয়ে চুকিয়ে সব কিছুই করি কিন্তু স্বীকার করতে চাই না। আমি অবশ্য বলতে চাই এগুলো মানুষের সাধারন বৈশিষ্ঠ্য। এতে হৈচৈ করার কিছু নেই। পুরুষ ও নারী একই রকম। উভযেরই একই বৈশিষ্ঠ্য।
তাছাড়া শারিরীক ও মানসিক চাহিদা শুধুমাত্র একটি ব্যক্তির কাছ থেকে পূরণ হবার নয়। কারো ক্ষেত্রেই নয়। যদি কেউ দাবী করে তবে ভুল দাবী করে। মনের মিল হলে কিছু কিছু ক্ষেত্র ছাড়া সব ক্ষেত্রই যেকোন ধরনের সম্পর্ক হতে পারে। আর এটা খুব ভালোভাবে মনে রাখা দরকার জীবনের মানে শুধু সেক্স করা নয়। এটা জীবনের একটা অংশ মাত্র। মানসিক চাহিদাই জীবনের বেশীরভাগ সময়েই থাকে। আর মনের সম্পর্ক গড়ে উঠে ত্যাগের মাধ্যমে কারো উপর কতৃত্ব করে নয়।
তাই ছেলে এবং মেয়ে উভয়কেই এই বিষয়টাকে বুঝতে হবে। সাথে সাথে সহযোগীতা করতে হবে একে অপরকে। সেই সাথে ছেলেদেরকে ও ঝেড়ে ফেলতে হবে পুরুষতান্ত্রিক ধ্যান ধারণা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




