সেই মেয়ে
এমন একটি মেয়ের জন্মের প্রতীক্ষায় রইলাম
স্বাধীনতা হবে যার প্রাণ।
যার কন্ঠে ধ্বনিত হবে
শুধু নারী মুক্তির গান নয়- মানব মুক্তির স্লোগান।
আদিম সমাজে তুমি যখন পরিবারের প্রধান ছিলে
তখন সেখানে ছিল সাম্য।
কিন্তু সুচতুর পুরুষ যখন তোমাকে হটিয়ে দিল
পৃথিবীতে তখনই বপন হলো বৈষম্য।
তার পরিণাম
তুমি ও আজ যেমন বন্দী
তেমনি মানবতা ও শৃঙ্খলিত।
তবে ভয় কি তোমার - এগিয়ে চলো।
পৃথিবীর প্রাণকে তুমিই তো গর্ভে ধারণ করে
নিয়ে যাচছ জন্ম থেকে জন্মান্তরে।
আমি নিশ্চিত তোমার অবহেলা প্রকৃতি আর সইবে না
বিজয় তোমার হবেই হবে
সেই সাথে হবে মানুষের আকাঙ্খিত মুক্তি।
(অধিকার আদায় করে নিতে হবে। অধিকার কেউ কাউকে এমনিতে দেয় না । এ অধিকার আদায়ের জন্য নারীদের প্রথমেই হতে হবে যোগ্য। শুধু স্বাধীনতা--স্বাধীনতা বললে কোন কাজ হবে না। তাই বলে নারী অযোগ্য এটা কেউ মনে করবেন না। নারীর দরকার শুধু সঠিক চেতনার। নারীকে হতে হবে প্রকৃতির স্বাভাবিক নারী--কোন পুরুষের নারী নয়। )
এ কবিতাটি ব্লগে আগে একবার দিয়েছিলাম। নারী দিবসে নারীদের শুভকামনা জানাতে আবার কপি করে দিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




