সম্প্রতি নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলের সংলাপের সময় জামায়াত সেক্রেটারী মুজাহিদ যে মন্তব্য করেছে তার বিরোধিতা করছি। ৭১ এ জামায়াতের ভুমিকা ছিল স্বাধীনতার বিরোধী, এটা কোন নতুন কথা না। শুধু বিরোধিতা করেই ক্ষান্ত ছিলনা মেয়েদের তুলে দিয়েছে পাকবাহীনির হাতে নিজেরাও লুটেছে সম্পদ ও সম্মোহন। কিছু দিন আগে বর্তমান তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মিডিয়াতে বলেছেন জামায়াত দুর্নীতি করে নাই, এভাবে মতিন ও অন্যান্য উপদেষ্টারা জামাতকে সাপোর্ট করে যাচ্ছে। হায়রে মতিন সাহেব, ২০০১ সালের অপকর্মের বিচার যদি আপনারা করতে পারেন তবে ১৯৭১ সালেরটা পারবেন না কেন? এ প্রশ্ন জে. ম. ইউ. আহম্মেদ এর কাছে ও রাখলাম ব্লগের মাধ্যমে। বর্তমান উপদেষ্টাদের কথা ও সাপোর্টেই মুজাহিদএর মতো রাজাকার এধরনের মন্তব্য জোর গলায় বলতে পেরেছে। জোট সরকারের আমলে তারেক যেমন এক পরিবারের সদস্য বানিয়ে জামায়াতকে মাথায় তুলে দিয়েছিল, তেমনি উপদেষ্টা মতিন জামায়াত কোন দুর্নীতি করে নাই বলে ওদের মাথায়ই তুলে রাখলো। আমার ভাবতে অবাক লাগছে, বর্তমান সরকারও জামায়াতকে সাপোর্ট করলো, কি করে আমরা বর্থমান সরকারকে সাপোর্ট করবো। জে. ম. ইউ. আহম্মেদ ও কেনইবা তার কথার বরখেলাপ করছে। কোথায় উনাদের সততা। এসব রাজাকারদের কথাতো মিডিয়াতে ও আশা উচিত নয়। এদের মুজিব শুধু বাংলাতে থাকতে দিয়েছিল, রাজনীতি বা দেশ সম্পর্কে কোন মন্তব্য করার জন্য না। বঙ্গবন্ধু অনেককিছু সহজ মনে করতেন বলে অকালে উনার মতো নেতাকে আমাদের হারাতে হয়েছে। উনার কন্যাও কিছুটা উনার সভাব পেয়েছিলেন যেজন্য পদে পদে ধরা খাচ্ছেন। কিন্তু সেই সাধরণ ক্ষমাকে কাজে লাগিয়ে জিয়াউর রহমানের ভুলের (জামায়াতকে রাজনীতি করতে দেওয়া) কারনে, আ.লীগ এর যৌথ আন্দোলনে এদের সাথে নেওয়া ও তারেক-খালেদার জোট সরকার ও বিভিন্ন কারনে মাথায় তোলার কারনে আজকে রাজাকারদের মুখ থেকে এধরনের কথা শুনতে হচ্ছে। ছি!! কি লজ্জা!!!!, আমাদের ক্ষমতালোভী রাজনীতিবিদদের কারণে এ লজ্জা। ছি ছি ছি!!! বর্তমান সরকারওতো ক্ষমতালোভীদের আচরণ আমাদের উপহার দিল, হয়তো বর্তমান নির্বাচন কমিশন ঘোষনা করবে একমাত্র জামায়াত দেশের যোগ্য দল, অন্য সকলদলের সংস্কার প্রয়োজন, অবাক হতে হবে না আমাদের। দুর্ভাগা বাংলাদেশী, আরও দুর্ভাগা কারা যারা ৭১ এ পরিবার পরিজনদের হারিয়েছেন, যে বিরঙ্গনা হয়েছেন। তারা কিভাবে মেনে নেবে এ মন্তব্য। মানবী'র লেখা রাহেলাকে নিয়ে যে মানবীক লেখা সবার মন ছুয়েছে তেমনি রাজাকারদের এধরনের মন্তেব্যর বিরোধিতা করা ও আমাদের দায়িত্ব। আসুন সচেতেনতা তৈরী করি।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




