জীবনটা কতই মধুর, যদি পাশে থাকে কেউ।
বৃষ্টির টুপুর টাপুর শব্দ.. পড়ন্ত বিকেলে হৃদয়ে মৃদু দোলা দিয়ে যায় তখন, যখন পাশে থাকে কেউ। ছোট্ট এই জীবন, সীমিত আয়ু, যান্ত্রিক পৃথিবী, যান্ত্রিক এই আমি, একটু শান্তির সন্ধানে.... ঘুরি অনলাইনে অনলাইনে !
জীবনের লাইন খুঁজে হারাই, নাকি হারিয়ে খুঁজি, কে জানে ! মাঝে মাঝে ভাবি, এ জীবনটাই অন্ধকার। এসেছি অন্ধকার থেকে। যাবোও অন্ধকারে...
হারিয়ে যায়না জীবনের মানে। তবু আমরা প্রতিনিয়ত খুঁজে বেড়াই তাকে। এপিক !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


