
আমি পার্বন দেবনাথ |
** HTML 5 ভূমিকা পর্ব **
আমার প্রথম HTML 5 টিউটোরিয়াল ভূমিকা পর্বে সকল কে স্বাগত
জানাই|
-----------------------------------------------------------------HTML5 শিখবেন কেন-----------------------------------------------------------------------------
#আমরা সবাই বর্তমান যুগে Interner ব্যবহার করতে শিখেগিয়েছি|এখন এমন মানুষ আছে যারা Internet ছারা একদিন বাঁচতে পারেনা| এ কথার বলার অর্থ ছোটো থেকে বুড়ো সবাই GOOGLE নামের সাথে পরিচিত হয়ে গেছে|আমরা এটা কখন ভেবে দেখেছি এই সব Web page গুলি কিভাবে তৈরি হয় বা কারা তৈরি করে|যারা এই সব কাজ করে তাদের Computer engineer (web page developer)বলে থাকি|যারা এইচ টি এম ল শিখতে চাও তারা Computer engineer
না হলেও চলবে| সবার ইচ্ছে করলে এই জিনিস শিখতে পারবে|
---------------------------------------------web page developer হতে গেলে কি কি জানতে হবে--------------------------------------------------------
1- HTML5 ( HTML5 দরকার মূলত page এর গঠন তৈরির জন্য )
2- CSS(CSS দরকার মূলত page এর বিভিন্ন স্টাইলের জন্য
3- Java Script(Java Script দরকার মূলত slide show Animation/Alert/clock/e.t.c.......)
4- JQuery[( JQuery মূলত Java Script একটা লাইবব্রেরি এর মাধ্যমেও বিভিন্ন স্টাইল করা যার_এই বকম আর লাইবব্রেরি আছে|)]
যারা আমার প্রতিটি পর্ব Follow করলে নিশ্চয়ই তোমরা সুন্দর সুন্দর ও Stylest web page বানাতে পারবে|
আমাকে পাবে #
Subscrib Youtube
আমার পরবর্তী পর্ব
PARBAN DEBNATH [INDIA] ©2016
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


