ইসরায়েল — একটি ছোট ভূখণ্ডের রাষ্ট্র, কিন্তু সামরিক শক্তিতে বিশ্বে অন্যতম আলোচিত। অনেকেই বলেন, “ইতিহাস বলে ইসরায়েল যুদ্ধে হারে না”। কিন্তু সত্যিই কি তাই?
চলুন একবার ইতিহাস ঘেঁটে দেখি।
প্রধান যুদ্ধগুলোতে ইসরায়েল
১. ১৯৪৮ সালের স্বাধীনতা যুদ্ধ (Arab-Israeli War)
ইসরায়েলের স্বাধীনতার ঘোষণার পরপরই ৫টি আরব দেশ হামলা চালায়।
ফলাফল: ইসরায়েল টিকে যায় এবং নিজের আয়তন বাড়িয়ে নেয়।
২. ১৯৫৬ সালের সুয়েজ যুদ্ধ
ইজিপ্ট সুয়েজ খাল জাতীয়করণ করলে ব্রিটেন, ফ্রান্স, এবং ইসরায়েল যৌথভাবে আক্রমণ করে।
ফলাফল: সামরিক সাফল্য পেলেও আন্তর্জাতিক চাপে পিছু হটে ইসরায়েল।
৩. ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধ
ইসরায়েল মাত্র ৬ দিনে মিশর, জর্ডান ও সিরিয়াকে হারিয়ে গোলান হাইটস, ওয়েস্ট ব্যাংক ও গাজা দখল করে।
ফলাফল: এই যুদ্ধেই ইসরায়েল “অপরাজেয়” ধারণা তৈরি করে।
৪. ১৯৭৩ সালের ইয়োম কিপুর যুদ্ধ
মিশর ও সিরিয়া হঠাৎ আক্রমণ চালায়। ইসরায়েল প্রথমে চাপে থাকলেও পরে পাল্টা আক্রমণ করে।
ফলাফল: ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়লেও ইসরায়েল শেষ পর্যন্ত যুদ্ধ জিতে নেয়।বলে ইসরায়েল যুদ্ধে হারে না: সত্য নাকি প্রোপাগান্ডা?
ইসরায়েল — একটি ছোট ভূখণ্ডের রাষ্ট্র, কিন্তু সামরিক শক্তিতে বিশ্বে অন্যতম আলোচিত। অনেকেই বলেন, “ইতিহাস বলে ইসরায়েল যুদ্ধে হারে না”। কিন্তু সত্যিই কি তাই?
চলুন একবার ইতিহাস ঘেঁটে দেখি।
প্রধান যুদ্ধগুলোতে ইসরায়েল
১. ১৯৪৮ সালের স্বাধীনতা যুদ্ধ (Arab-Israeli War)
ইসরায়েলের স্বাধীনতার ঘোষণার পরপরই ৫টি আরব দেশ হামলা চালায়।
ফলাফল: ইসরায়েল টিকে যায় এবং নিজের আয়তন বাড়িয়ে নেয়।
২. ১৯৫৬ সালের সুয়েজ যুদ্ধ
ইজিপ্ট সুয়েজ খাল জাতীয়করণ করলে ব্রিটেন, ফ্রান্স, এবং ইসরায়েল যৌথভাবে আক্রমণ করে।
ফলাফল: সামরিক সাফল্য পেলেও আন্তর্জাতিক চাপে পিছু হটে ইসরায়েল।
৩. ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধ
ইসরায়েল মাত্র ৬ দিনে মিশর, জর্ডান ও সিরিয়াকে হারিয়ে গোলান হাইটস, ওয়েস্ট ব্যাংক ও গাজা দখল করে।
ফলাফল: এই যুদ্ধেই ইসরায়েল “অপরাজেয়” ধারণা তৈরি করে।
৪. ১৯৭৩ সালের ইয়োম কিপুর যুদ্ধ
মিশর ও সিরিয়া হঠাৎ আক্রমণ চালায়। ইসরায়েল প্রথমে চাপে থাকলেও পরে পাল্টা আক্রমণ করে।
ফলাফল: ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়লেও ইসরায়েল শেষ পর্যন্ত যুদ্ধ জিতে নেয়।
ইতিহাস ঘাটলে দেখা যায় ইসরাইল যুদ্ধে হার না।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২৫ রাত ১:১৬