রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার আবদুল মান্নান বলেন, আসামিদের মৃত্যুর পরোয়ানায় সই করা হয়েছে এবং তা ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপারের বরাবর পাঠান হয়েছে।
আদালতের সূত্র জানায়, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারায় মৃত্যুর পরোয়ানায় স্বাক্ষর করে তা ঢাকার সিনিয়র জেল সুপারের কাছে পাঠানো হবে। পরে কারা কর্তৃপক্ষ কারাবিধি অনুযায়ী আসামিদের ফাঁসি কার্যকর করার বিষয়ে পদক্ষেপ নেবে।
৩১ ডিসেম্বর বৃহস্পতিবার আইনমন্ত্রী শফিক আহমেদ জানিয়েছেন, মৃত্যুর পরোয়ানা জারি হওয়ার ২১ থেকে ২৮ দিনের মধ্যেই তা কার্যকর করা হবে। তবে ১৭ ও ১৮ জানুয়ারি পর্যন্ত আসামিপক্ষের রায় রিভিউয়ের আবেদন করার সুযোগ থাকছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ১৯ নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় দেন। রায়ে আদালত আটক পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। রায় ঘোষণার দিনই রায়ের অনুলিপির জন্য সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন আসামিপক্ষ। রায় ঘোষণার ২৭ দিনের ব্যবধানে পাঁচ বিচারপতি ৪১২ পৃষ্ঠার রায়ে সই করেন ১৭ ডিসেম্বর।
২০ ডিসেম্বর পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশিত হয়। ২১ ডিসেম্বর স্বরাষ্ট্রসচিব, আইজি (প্রিজন), হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগ, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এবং অ্যাটর্নি জেনারেল বরাবরে রায় পাঠানো হয়। ওই দিন মামলার মূল নথিপত্র ঢাকা জেলা ও দায়রা জজ আদালতেও পাঠানো হয়।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




