আমি তোমাকেই খুজেছি এত দিন
যার কাছে আমার আকাশটা বন্ধক রাখা যায় নির্দিধায়
কারন তুমিই সব চেয়ে উপযুক্ত যে একটা আকাশের মুল্য বুঝবে।
আমি অনেক খুজেছি
পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত
করাচি থেকে কায়রো।
এই স্বপ্নময় শহরের রঙীন আলোয়
পল্লীর ছায়া মাখা পথে পাইনি কোথাও
রঙীন বিষ আজ ছড়িয়ে গেছে সব খানে।
অবাক হচ্ছ ? ভাবছ, তুমি কেন?
তুমিই সেই যার চোখে খেলা করে হাজার তারার ঝিকি মিকি।
হেসো না
ভাবছ মিথ্যা বলছি?
জানি তুমি খুব সাধারন, নেই তোমার তেমন রুপ
যাকে দেখলে কোন কবির বুকে সুখের মত ব্যথা বাজবে
কিন্তু তোমার যে ঐশর্য্য আছে তা রানি ক্লিওপেট্রাকেও হার মানায়।
কি ব্যাপার, ভ্রু কুঞ্চিত করছো কেন?
যেনে রাখ মিথ্যে বলছি না এক বিন্দু
সত্যি বলছি
তোমার ভালবাসা অবাক করে আমায়।
হারিয়ে ফেলেছিলাম যে বিশ্বাস
তোমায় দেখে তাকে আজ আবার বুকের ভেতর অনুভব করছি।
তুমি কি আমার আকাশটা গ্রহন করবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




