আল্লাহ্ তা'য়ালার কাছে রোজাদার বান্দার পানাহার বিহীন মুখের গন্ধ অনেক প্রিয়। আমরা সবাই বলি রোজা রমজানের দিন আসলে মানুষ ভালো হয়ে যায়, আসলেই তাই। আমরা সারাবছর যেমনি-সেমনি ভাবে কাটালেও কিন্তু রোজার দিনগুলো একটু আলাদা হয়ে যাই। রোজার দিনগুলো খুব সুখের,খুশির এবং আনন্দের হয়ে থাকে। কেও কেও তাড়াতাড়ি ঘুমিয়ে পরে,সেহরি খেতে উঠতে হবে বলে। আর রাতজাগা পাখিগুলো অপেক্ষা করে সেহরির সময়ের। তারা পরিবারের প্রত্যেক কে ঘুম থেকে জাগানোর এক বিরাট বড় দায়িত্ব নিয়ে নেয়।
ভোর পর্যন্ত ফোণে জুটিয়ে প্রেম করা প্রেমিক প্রেমিকাও দু'জন দু'জনকে ফোণ করে বলে,"বাবু উঠো। সেহরি করার সময় হয়েছে।" আল্লাহ্ তা'য়ালার কি মহিমা! যারা ফজরের সময় ভুলেও ঘুম থেকে উঠেনা, তারা সকলেই ঘুম থেকে উঠে পরে সেহরি করে নামাজ পরার জন্য।
ছোটবেলায় আমরা সেহরির সময় উঠে দেখতাম কাদের বাসায় লাইট জ্বলছে আর কাদের বাসায় জ্বলছে না। যাদের বাসায় লাইট জ্বলছে ভাবতাম তারা কত ভালো,রোজা রাখে নামাজ পরে। আর যাদের বাসায় লাইট জ্বলতে দেখতাম না, ভাবতাম ইশ! তারা কত খারাপ মানুষ। রোজা রাখেনা নামাজ পরেনা। রোজার দিনগুলোতে মানুষের পরিশ্রম আরো বেশি দ্বিগুণ বেড়ে যায়। কেও কেও বুকে সাহস রেখে বলে,"আমি রোজা রেখেছি তো কি হয়েছে? আমি পারবো।" পরিবারের সকলে একসাথে মিলে কোনো দিন না খেলেও কিন্তু ইফতার তারা একসাথেই করে। আল্লাহ্ তা'য়ালা তার বান্দাদের প্রতি সন্তুষ্ট হয়ে শয়তানকে বলেন, "এই দেখো আমার বান্দারা আমার প্রতি কত অনুগত। তারা আমার নাম দিয়ে আল্লাহু আকবর দিয়ে শুরু আজানের আগ পর্যন্ত এক বিন্দু পানিও মুখে দেয়না। ঠিক এই সময়ে যদি আমার বান্দারা আমার কাছে দু'হাত তুলে পার্থনা করে,তাহলে আমি তাদের মনের সকল ইচ্ছা কেন পূরণ করবনা?"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


