
প্রভাত শুধু তোমার জন্য হয়,
আকাশে পাখিরা সারি বেঁধে গান গেয়ে যায় তোমার জন্য,
ময়ূর পেখম তোলে নাচে তোমার জন্য,
ভোর দুপুরের সেই নিস্তব্ধতা আসে শুধু তোমার জন্য।
মাঠে বালকদের হৈচৈ করে খেলা তোমার জন্য,
বালিকাদের মনের আনন্দে ছুটে বেড়ানো তোমার জন্য,
মধ্যাহ্নর সেই অস্তে ডুবে যাওয়া সূর্য শুধু তোমার জন্য।
ঐ বাশিওয়ালার প্রতিটি বাশিরসূরে বিরাজ করছো তুমি,
রাতের বেলায় তোমায় দেখিবার জন্য চন্দ্রের মনে হাহাকার জেগে উঠে,
সেই চন্দ্রটিও ঘনিয়ে আসে তোমার জন্য।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


