
দিন থেকে রাত হয়।
মাথার ওপরে ঐ নীল আকাশটি একটি সময়ে,
অন্য একটি রঙ ধারণ করে।
প্রতিদিন রাতের বেলা আকাশে মিটমিট অনেক তারা জ্বলে,
চাঁদ তার স্নিগ্ধ জ্যোৎস্নার আলোয় পুরো প্রকৃতিকে
এক অপুরূপ রূপে সাজিয়ে তুলে।
জানি,আকাশেতে অনেক তারা,
তবুও খুঁজে পাবো আমি তোমায়।
এ জীবন থেকে চলে গেলও হোক,
এ দুনিয়া থেকে চলে গেলেও হোক,
আমার এ হৃদয় থেকে কোনোদিনই মুছে যাবে না তোমার স্মৃতি।
যখন মনটি খুব খারাপ হয়,
যখন এ দু'নয়ন থেকে অঝর ধারায় শ্রাবণ ঝরে,
তখনই ঐ দু'নয়ন মেলে আমি আকাশের ঐ তারাটিকে দেখায় ব্যস্ত হয়ে পরি।
আবার আমার হাতটি ছেড়ে লুকিয়ে গেলে তুমি,
সীমাহীন ঐ আকাশে,
ভেবেছো কি খুঁজে পাবো না আমি তোমায়?
একশো টা কি, পুরো এক লক্ষ তারার মাঝেও
আমি তোমায় ঠিক খুজে নিতে পারবো।
কারণ কি তুমি তা জানো?
কারণ তোমায় আমি অনেক ভালোবাসি।
তুমি আমার হৃদয়,আমার স্পন্দন।
তাইতো তোমায় আমি সর্বদাই দেখি।
মানে কি তুমি জানো?
মানে আকাশের ঐ তারাটি....।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


