আমার ব্লগ নিকের সাথে আমার পোষ্টগুলো ভালভাবেই মিলে যায়। আজো আশা করছি সেই রকমের একটা স্বাস পাওয়া যাবে।
আমাদের ছোট্ট জীবনটা আসলে মরিচিকাময়। আমরা একটা লক্ষ্য নিয়ে কোন কাজ করি। লক্ষ্যটা পুরণ হয়ে গেলেই আরে এইটা তো আমার লক্ষ্য ছিল না।
ধুরর, এতদিন ধরে তাহলে কী করলাম। কার/কিসের পেছনে সময় ব্যয় করলাম।
মানুষের জীবনে আশার কোন শেষ নেই। আমার কথায় ধরি, এক সময় যখন প্রথম মোবাইল আসল, তখন একটা ক্যামেরা মোবাইলের খুব সখ ছিল। তো আব্বুকে জোরাজোরি করে একটা মোবাইল কিনলাম। তাতে গান শোনা যায়, ছবি তোলা যায়। কিন্তু কিছুদিন পর অনুভব করলাম যে, ওটাতে ইন্টার নেট ব্যভার করা যায় না। ছবি তোলা যায় কিন্তু ছবির মান খুব ভাল না। আর গান যা শোনা যায় তা মনের মত না।
গেল মেজাজ বিগড়ে। তারপর শুরু করলাম কিভাবে মোবাইল বিদায় করা যায়। তখন কোচিং করতাম ফার্মগেট, মোবাইলের দোকানে গিয়ে মোবাইলটা বেচে দেওয়ার একটা চেষ্টা করলাম। কিন্তু তারা যে দাম বলল, তাতে গেলো মন আরো খারাপ হয়ে।
এ তো গেলো মোবাইলের কথা।। আমাদের সামাজিক জীবনে এমন অনেক মানুষ আছে, যারা মানুষের জীবন নিয়েই এই কাজগুলো করে। এমনকি নিজেকে নিয়েই করে। তাদেরই একজনের কথা শুনলাম একজনের কাছে।
তাহলে আসল লক্ষ্যটা কী আমাদের???????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




