মাঝে মাঝে খাইজলত দেখলে, শুনলে মেজাজটা পুরাই ভিসুভিয়াস
নাগিবের চোখ দিয়ে আগুন বের হচ্ছিল ভিসুভিয়াসের মত, আর মনে জ্বলছিল লাভার মত আগুন
কোনভাবেই মেয়েটা এড়াতে পারে নি। কোন ভাবেই না। মেয়েটা এমন নাছোড়বান্দা, কোন ভাবেই ছাড়ে নি।
সম্পর্কটা নাগিব নিজের ইচ্ছার
প্রায় আড়াই বছরের সম্পর্ক টেনেছিল।মাঝে নিজেকে বুঝিয়েছিল, আসলে যেহেতু মেয়েটা এত ভালবাসে
শেষ পর্যন্ত সে তার বাড়ির সাহায্য নিতে বাধ্য হয়েছিল। শেষ পর্যন্ত সে আপদমস্তক ঝামেলাটা থেকে মুক্ত হতে পেরেছিল।
কিন্তু গত কয়েকদিন ধরে আবার মেয়েটার সাথে তার যোগাযোগ করতে হচ্ছে, কিছু বাধ্যগত কারণে। আর সেই সুযোগটা মেয়েটা খুব ভাল ভাবেই নিচ্ছে।
গত কয়েক দিনের এক প্রশ্ন দিয়ে জ্বালিয়ে মারছে, যে নাগিবের বিয়ে তে তাকে দাওয়াত দিবে কি না???
নাগিব মনে মনে ভাবে, কয়লার ময়লা ধুলেও যায় না। এই প্রবাদের
স্বার্থকতাটা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




