মনে করেছিলাম, লেখাটা কোথাও দিব না। কারণ আমি কারো মুদ্রাদোষ নিয়ে কথা বলতে চাই না। এইটাও যদিও এক রকমের দোষ...কিন্তু চারপাশের যে অবস্থা তাতে দিয়েই দিলাম লেখাটা। অনেকদিন ধরেই পড়ে ছিল ফেসবুকের নোটে।
কিছু মানুষ থেকে সব সময় দুরে থাকা, ১৪৪ ধারার মত, তাদের থেকে দুরে থাকায় হচ্ছে বাঞ্ছনীয়। এরা হচ্ছে বিষধর সাপ থেকে অনেক বেশি বিপজ্জনক। তাদের একটা হল, ছিদ্রান্বষেণকারী আর দুই হল চোগলখোর।
প্রথম ধরনের মানুষগুলোর কাজই হল অন্যের ছিদ্র খুঁজে বের করা। কাজ নেই, আর থাকলেও সুযোগ পেলেই অন্যের ছিদ্র খুঁজতে থাকে। প্রথমত দোষ খোঁজা তো আছেই, সাথে আছে কৃতিত্ব নেওয়ার একটা বাড়াবাড়ি রকমের অভ্যাস।
এমন নীচ চিন্তাভাবনা আসলেই যদি কখনো না শোনা হয় তাহলে বিশাসই করা যাবে না। পৃথিবীতে শুধু তারাই ভালো, আর কেউ ভালো না। সবাই কূঁড়ে, জোচ্চর,অন্যের মাথায় কাঠাল ভেঙ্গে খায়। আর ভাইয়েরা যে কোন্ স্তরের নীচ কথা বলেন, সত্যি বমি আসার মত, নোংরা কথার শেষ নেই।
আর দ্বিতীয় শ্রেণীর ভাইয়েরা হলেন, এক জনের কথা অন্যজনকে গিয়ে বলে দেন। আরে জানিস, অমুক না তোর নামে এই কথা বলল। জানিস এত খারাপভাবে বলল, যে আমি প্রায় কেঁদে ফেলেছিলাম, সাথে বমিও আসছিল। এত খারাপভাবে তোর সম্পর্কে বলল, কী আর বলব! আমি তো পুরাই থ।
এদের থেকে কেউই বেঁচে থাকতে পারে না। এমনকি নিজের খুব আত্মীয় স্বজনেরাও না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




