নীল এর আজ বিয়ে। মেয়েট দেখতে সুন্দরী, লেখাপড়া জানা, ধার্মিক। কিন্তু নীল এর স্বপ্নের রাজকন্যা অন্য রকম।
নীল বই পড়তে খুব ভালোবাসে। বই পেলে তার আর কোন হদিস পাওয়া যায় না। বইয়ের মধ্যে এমন ভাবে ডুবে যায়, যেন গভীর সমুদ্রে সাঁতার কাটছে আর অমুল্য কোনো কিছুর সন্ধান করছে, যেন বঙ্গোপসাগরের নিচে এক খনির সন্ধান পেয়েছে, যতক্ষণ না সবটুকু খনিজ উত্তোলন শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শান্তি পাবে না।
আসলেই তো যারা বইকে ভালোবাসে, তাদের জন্য বইয়ের প্রতিটি অক্ষর, প্রতিটি পাতা যেন খনিজ সম্পদের ভান্ডার। প্রতিটি অক্ষর যেন খনির উপাদান, প্রতিটি পাতা যেন একটা স্তর।
যাই হোক, নীল বই পড়ার সময় হারিয়ে যায় অতলান্তিক সমুদ্রে।
নীল নিজের মনের ভিতর একটা রাজপ্রাসাদ আছে, যেখানে একটা রাজকন্যা আছে। রাজকন্যাটা অনেক সুন্দরী না, কিন্তু নীলের কাছে যেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী। রাজকন্যাটিও নীলের মতই বইপাগল। যে কিনা প্রতিটি পাতায় জ্ঞান নামক খনিতে গুপ্তধনের সন্ধান করে। যে কি না, বইয়ের চরিত্রের কষ্টে ব্যথিত হয়, দুঃখে দুঃখিত হয় আবার আনন্দে আনন্দিত হয়।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৫ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




