আজ বলব অন্য আর একটি অপচয়ের কথা।
সম্মানের অপচয় দেখেছেন কিংবা শুনেছেন কখনো??
আমাদের দেশে মা-বাবার কাছে, সমাজের মানুষের কাছে সবেচেয়ে সম্মানজনক পেশা হল চিকিত্সকের পেশা। প্রত্যেক মা-বাবারই স্বপ্ন থাকে তাঁদের সন্তানদেরকে চিকিত্সক হিসেবে দেখা।
আর সমাজের মানুষেরা তো চিকিত্সককে অন্য সম্মানে সম্মানিত করেন। যদি আল্লাহ, রাসূল, মা-বাবার পরে অন্য কাউকে পূজা করতে বললে আমাদের সমাজের মানুষ চিকিত্সকদেরকেই করত।
আমি খুব কাছ থেকে দেখেছি, যখন কোনো রোগী আমার আব্বুর কাছে আসত, কত বড় বিশ্বাস নিয়ে যে তাঁরা আসত, তা আসলে ভাষায় প্রকাশ যাবে না। তারপর ফিরে যেতো আরো তৃপ্তি নিয়ে।
কিন্তু কতিপয় অর্থলোভী নরপিচাশের কারণে আজ এই মহান পেশাটা কলঙ্কিত। মানব সমাজের বিশ্বাস আজ হুমকীর মুখে।
আজ ব্যবসা করার এবং মানুষের কাছ থেকে টাকা তুলে নেওয়ার অভিনর পদ্ধতি দেখালাম। মানুষকে বাধ্য করে, ফাঁদে ফেলে টাকা উপার্জন।
এর আগে একদিন ল্যাব এইডে গিয়েছিলাম, ডাক্তারের সিরিয়াল দিতে। কিন্তু ওরা হাতে একখান কার্ড ধরিয়ে দিয়ে বলল, ওদের হটলাইনে ফোন দিয়ে সিরিয়াল দিতে। ঠিক আছে ফোন দিলাম ঐদিনই। ফোন রিসিভ করতে আমি আমার উদ্দেশ্য জানালাম, উনি খুব সুন্দর আর ভদ্র মার্জিত ভাষায় বললেন, আমি যেদিন দেখাতে চাই ঐদিন সকাল ৭টা থেকে সিরিয়াল নেওয়া শুরু হয়। খুব ভাল কথা, আমি ধন্যবাদ দিয়ে লাইনটা কেটে দিলাম।
সেই কারণে আজ ল্যাবএইডের হটলাইনে ফোন দেওয়া শুরু করলাম। ৭/৮বার ফোন দিয়েছি। কিন্তু লাইন পাইনি। প্রতিবারই একই কথা, এই মুহুর্তে সবগুলো লাইন ব্যস্ত আছে। অথচ, আমার মোবাইলের ৭/৮টাকা নেই হয়ে গেছে।
এইভাবে কতবার ফোন দেওয়ার পরে আমি আমার লাইন পাব। আর আমার মোবাইলের ব্যালান্স শেষ করব। আমি কী আদৌ সিরিয়াল দিতে পারব???
একটা কথা দিয়ে শেষ করব। আমার একজন বন্ধু ভারতে গিয়েছিল, চিকিত্সার জন্য। ভারতের কাস্টমস্ থেকে তাকে বলে, আপনাদের দেশের মানুষ এত অসুস্থ হয় কেনো?? আপনারা ভারতে আসবেন ঘুরতে,বেড়াতে, আনন্দ করতে। কিন্তু তা না, বেশির ভাগ মানুষই আসেন চিকিত্সা করাতে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ সকাল ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




