মানবিক বিচার!!!
বয়স্ক লোকটি অনেক্ষণ ধরে ফুলের দোকানটার পাশে ফুটপাতের ধারে বসে আছে। সেই ভোর বেলা থেকেই। রাত অন্ধকার থাকতে থাকতেই সে গাড়ি থেকে নেমেছে ঢাকায়। দিনাজপুর থেকে রাতের বাসে এসেছে। গায়ে মলিন একটা সাদা পাঞ্জাবি আর পায়জামা, অনেক ব্যাবহারে পাতলা এবং ফিনফিনে হয়ে গিয়েছে।
ফুলের দোকানে এই সময়টা ভয়াবহ ব্যাস্ততায় কাটে। পাইকারি... বাকিটুকু পড়ুন

