20//
মাহে রমাদান এসেছে আবার একটি বছর পরে
পূণ্য সুবাস মৌ মৌ করে মুসলিম ঘরে ঘরে,
দিবসের সিয়ামে রজনীর কিয়ামে মুখরিত চারদিক
পূর্ণ এ মাস যে করে সাধনা, ঈদ তো তারই তরে।
25.10.2004
21//
এ মহাবিশ্ব-ভূবন মাঝে কত নগণ্য আমি
সাগর-নদী, চন্দ্র-সূর্য আমা হতে কত দামী
দীন-হীন অতি দুর্বল মানুষ বুঝব কি সে রহস্য
নগণ্য আমায় শ্রেষ্ঠ কেন বানালেন অন্তর্যামী।
19-10-2005
22//
মরণের ফাঁক-ফোকরে চলছি আমি জীবন নিয়ে
ক্ষণিকের ভুলের মাশুল হতেও পারে জীবন গিয়ে,
জন্ম-মৃতু্য মহাসত্য, মহান প্রভূর পক্ষ হতে
অমর জীবন লাভ করবো আল্ল্লাহ্র পথে জীবন দিয়ে।
07.10.2004
ছবির জন্য [link|http://www.islamonline.net/English/Ramadan/Heart_Softening/School/images/pic09.jpg|K
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



