সবাই বলে মেয়েরা বেশি বুেঝ.
আমি তখন বেশ েছাট ও। আমার নাম সুন্দর, বেশ সুন্দর লাগে চারপাশ সবাই খুব আদর করে কোলে নেয়। একদিন শুনলাম আমাকে স্কুল এ ভরতি করা হবে সকালে উঠে গেলাম আব্বার সাথে কিন্তু মাথার পিছন থেকে কান ছুতে (সরাকারী নিয়্মে। আমদের ওখানের ওই স্কুল টা খুভ ভালো ছিলো)পারি নাই বলে স্কুলে ভরতি হওয়া যাবে না টিচার বলে দিয়েছে খুব মন খারাপ এবং
আবার শুরু হলো আগের মত ও খেলাধুলা এবং স্কুল ভালো না সুতরাং পড়াশুনা বাদ।
আমি ভীষন কোলের পাগল ছিলাম। একদিন টের পেলাম সবার কোলে উঠলে ই ভাল লাগে কিন্তু কয়েক জন ভাইয়ার কোলে উঠলে কেমন যেনো লাগে অন্য সবার কোলের মত লাগে না। সবাই ভাবে ছোটরা কিছু ই বুজে না...
কিন্তু সবাই ঔ ভাইয়াদের খুব ভালো বলে তাহলে কেন আমার ছোট ও মন ওদের কে পছন্দ করে না ভেবে পাই না।
এভাবে ই ভালো লাগার সাথে খারাপ লাগা নিয়ে বড় হতে থাকা এবং এতা ও দিনের সুন্দর চারপাশ এ কিছু খারাপ লাগা কেমন যেন এলোমেলো করে দেয় সবকিছু।
কাউকে কিছু বলতে না বরং ভাবাতে শেখায়।
এভাবে ই চলতে থাকে সময় নিজ থেকে ভালো খারাপ বুঝতে শেখা এর ই মধেয় একদিন স্কুলে ও আসা যাওয়া ও শুরু হলো
বিঃদ্রঃ বাস্তবতা নিয়ে লেখের চেষ্টা করেছি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




