বিছানায় শুয়ে শুয়ে দেখছি কি সুন্দর লুকুচুরি খেলা চাদ আর মেঘের।চাদের আলোতে সব ঝকঝক করছে আমি আর ও দেখতে চাই কিন্তু আমার চোখ দুটি খুলে রাখতে পারছি না খুব কষ্ট হচ্ছে মেঘ যেন আমাকে ডাকছে আমাকে যে যেতে হবে কিন্তু আমি চলে গেলে ওদের কি হবে। পাশে সে ঘুমাচ্ছে কি নিস্পাপ চেহারার ঘুম,সারাটা মুখ জুড়ে সুখের আভা, ভালোবাসার মানুষ কে যে সে পেয়েছে।মাত্রতো বিয়ে করলো কয়েক মাস হলো।
আমার সব কেমন যেন ঘুলিয়ে যাচ্ছে আমার চোখ দুটি খুলে রাখতে চাচ্ছি, ওকে ঘুম থেকে ডাকতে ইচ্ছা করছে না কিন্তু অনেক কিছু বলতে ইচ্ছা করছে,
খুব বলতে ইচ্ছা করছে আমি না থাকলে আমার বাসার সবাইকে দেখও।ওদের তো আমি ছাড়া কেউ নাই।আমি তোমার মুখটা দেখতে চাই একটু, খুলতে চাই আমার চোখ, ডাকতে চাই তোমাকে।খুব জানতে ইচ্ছা করছে আমি না থাকলে তুমি কি আবার ............গা টা আবার ঘুলিয়ে আসছে,তুমি কি তাকে আমার মতোই ভালোবাসবে,একি কাথার নিচে মুখোমুখি শুয়ে সারারাত গল্পো করে কাটিয়ে দিবে,তাকে কি আমার জায়গা টাই দিবে বসার জন্য,খাবারের টেবিলে...............সবখানে।
ওহ আমি আর সহ্য করতে পারছি না চোখ খুলতে চাই তোমাকে রেখে চলে যেতে চাই না। আমার বুকের ভেতরটা যেনো কেমন করছে তোমার সাথে কেউ আর ভাবতে পারছি না.........।আমার নিজের জন্য না এখন কষ্ট হচ্ছে তোমার সাথে কেউ থাকবে সেটা ভেবে চিন্তা করো আমি কতো হিংসুটে।তুমি আমার জন্য কি না করেছে......আর আমি সব নিয়ে তোমাকে একা রেখে চলে যেতে চাইছি......।
আমি তো থাকবো না তখন তুমি কি করলা তাতে তো আমার কিছু যাওয়া আসা ঠিক না আমি ই তো তোমাকে ফেলে চলে যাচ্ছি তাহলে কেনো আমি এতো কষ্ট পাচ্ছি.........
আমি তোমাদের মাঝে না তোমাদের সাথে থাকতে চাই............আমার এতো চাওয়া আর ইচ্ছাকে সাথে নিয়ে আমি চলে যেতে চাই না.........
আমার চোখ আমার সাথে বিট্রে করছে আমি চলে যাচ্ছি অনেক দূরে আমাকে ধরো শক্ত করে আমি.....................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




