বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল জানিয়েছেন, নিম্বাসের সঙ্গে টেলিভিশন স্বত্বের চুক্তিতে গলদ রয়েছে। তাই অর্থ আদায়ের ক্ষেত্রে সমস্যায় পড়েছে বিসিবি।
চারবছরের মধ্যে শনিবার প্রথমবারের মতো ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা শেষে তিনি একথা বলেন। বোর্ড প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কাউন্সিলরদের সঙ্গে সভায়ও বসেন আ হ ম মোস্তফা কামাল।
রাজধানীর এক হোটেলে আয়োজিত সাধারণ সভায় ঢাকা ও দেশের অন্যান্য স্থানের কাউন্সিলদের চাহিদার কথা শুনেছেন বোর্ড সভাপতি।
পরে সাংবাদিকদের মোস্তফা কামাল বলেন, ''পেশাদার বোর্ড এবং ক্রিকেটের উন্নতির জন্য কি ব্যবস্থা নেয়া যায়, তা নিয়ে আমরা কথা বলেছি।''
সভায় নিম্বাস স্পোর্টসের সঙ্গে টেলিভিশন স্বত্বের চুক্তি নিয়ে আলোচনা হয়। ২০০৬-এর অক্টোবরে সাবেক বিসিবি প্রধান সিনা ইবনে জামালীর দায়িত্ব পালনকালে ৫৬.৮৮ মিলিয়ন ডলারের বিনিময়ে ছয় বছরের জন্য চুক্তি করে বিসিবি।
কিন্তু চার বছর পর বর্তমান বিসিবি প্রধান জানালেন, যথাযথ প্রক্রিয়ায় চুক্তি করা হয়নি।
এ প্রসঙ্গে মোস্তফা কামাল বলেন ''এক কথায় বলা যায়, ওদের সঙ্গে কোনো চুক্তিই হয়নি। যে কোনো চুক্তিরই অন্যতম শর্ত ব্যাংক গ্যারান্টি। কিন্তু বিসিবির পক্ষ থেকে কোনো ব্যাংক গ্যারান্টি নেয়া হয়নি।''
এ কারণেই সমস্যায় পড়েছে পড়েছে বিসিবি। বাংলাদেশের কাছে ১৪ মিলিয়ন ডলার ছাড় চাইছে নিম্বাস। চুক্তিতে সমস্যা থাকায় তাদের কাছ থেকে অর্থ আদায়ের কোনো কৌশলও বের করতে পারছে না বোর্ড।
তবে বিসিবি প্রধান জানিয়েছেন, অর্থ আদায়ের জন্য প্রয়োজন হলে আদালতে যাওয়া হবে।
এই বিষয়টি নিয়ে আলোচনা এবং বোর্ডের গঠনতন্ত্রে পরিবর্তন আনা নিয়ে আগামী ৩০ নভেম্বর জরুরি বর্ধিত সভায় বসবে বোর্ড।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




