অভিযোগ ওঠে গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের সময় জুয়ারিদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়নার। অথচ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ ব্যাপারে কোনো ব্যবস্থাই নেয়নি, বরং নির্বিকার থেকে গেছে। তাই বিস্মিত হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এ ব্যাপারে শনিবার প্রশ্ন তুলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি খতিয়ে দেখারও সিদ্ধান্ত নিয়েছে আইসিসি'র দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট।
রায়না জুয়ারিদের সঙ্গে সংশ্লিষ্ট এক মহিলার সঙ্গে বেশ কয়েকবার কথা-বার্তা বলেছেন বলে দাবি করে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজসহ ঘটনা নিয়ে একটি প্রতিবেদনও ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে জমা দেয় তারা (শ্রীলঙ্কার বোর্ড)।
তারপরও বিসিসিআই কর্মকর্তারা এ প্রতিবেদনের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেননি। উল্টো শ্র্রীলঙ্কাকে ওই প্রতিবেদন প্রত্যাহার করতে বলেন বলে অভিযোগ উঠেছে।
আইসিসি মূলত বিসিসিআই'র এই নীরবতার কারণই অনুসন্ধান করতে চায়। এছাড়া প্রতিবেদনটি প্রথমে আইসিসি'কে না দিয়ে কেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে দেয়া হলো, তাও তদন্ত করে দেখতে চায় সংস্থাটি।
আইসিসি জানিয়ে দিয়েছে, ঘটনার সঙ্গে রায়না জড়িত থাকলে তারও অবস্থা হবে সালমান বাটদের মতো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




