অনেক বন্ধু আমার। তার ভিতর ৩জন খুব কাছের। আমরা নিজেদের কে লাল, নীল, সাদা, কালো বলেই ডাকতাম। বয়সের ভারে ছোট কাল ফেলে কৈশোরে পদার্পন। বন্ধুত্ব ভাঙ্গে নি। কৈশোর ছেড়ে যৌবনের হাতছানি। অবশেষে যুবক হলাম। লাল, নীল, সাদা ও কালোর বন্ধুত্ব এখন ভাঙ্গেনি। তবুও মাঝে মাঝে লাল, নীল, সাদা, কালো প্রয়োজনে দূরে যায়। মন মানে না তাতে। ইচ্ছে করে যদি সব বাঁধা বিপত্তি ভেঙ্গে মিলে যাই সাদা, কালো , লাল, নীল এর বন্ধন এক যায়গায়। হাসি তামাশায় মেতে উঠবে আগের মতই। জম্বে পাগলা মেলা পিকচার প্যালেসের মোড়ে মোস্ত ভাইএর দোকানে। হইহুল্লোড় করবো ্পি টি আই মোড়ের মিনি চাইনিজ এর দোকানে। আসর মাতাবো নিউ মার্কেট এর পাশে হোসেন মামুর চা এর দোকান। তর্কে মাতাব বন্ধুসভার রুম। মিস করি জিনিস গুলা। ব্যস্ততার ভিরে হারিয়ে যেতে বসেছে আড্ডা গুলা। খুব আকারে মিস করি।
যেখানেই থাকিস লাল, নীল, সাদা, কালো সব সময় ভালো থাকিস। মনে রাখিস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




