somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি, নায়ক, নায়িকা (ছোটগল্প)

১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নায়িকাঃ
উত্তরার মত জায়গায় এইরকম ঠিক মানায় না। ৪ নাম্বার সেক্টরটাকে বৃত্ত ধরে নিলে একেবারে কেন্দ্রের দিকে অনেকগুলো ছ’তলা বিল্ডিং এর মধ্যে হঠাৎ ছোট্ট দোতলা একটা বাড়ি; মতান্তরে আড়াই।

নিচতলায় থাকে নায়িকা। নায়িকার জানালায় রংধনু, নায়িকার জানালা রঙ্গীন। নায়িকা পড়ালেখা করে অনেক, তারচেয়েও বেশি শোনে গান, আরো বেশি ভাবে নায়ককে নিয়ে আর তারচেয়েও বেশি দ্যাখে স্বপ্ন। অথচ, নায়কের মতিগতি বোঝা মুশকিল। কোথায় যে থাকে সারাদিন! কী যে এতো দৌড়াদৌড়ি! এই গিটার নিয়ে দৌড়াদৌড়ি, এই কোন জায়গায় কনসার্ট, দাওয়াত, উৎসব, বন্ধু-বান্ধব কত কী! অথচ, নায়িকার যে নিস্তব্ধতা পছন্দ, মাঝে মাঝে খুব ইচ্ছা করে নায়কের সাথে বারান্দায় বসে চায়ের কাপ হাতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। কিন্তু ঐ ইচ্ছাটুকু পর্যন্তই, ‘হাই, হ্যালো’র পর কখনো যে এই সেই কথা বলতে বলতে ভালোলাগার কথা জানাবে, তা আর হয়ে ওঠে না। কী বলবে, কী উত্তর পাবে তার সম্ভাব্য ইমাজিনারি স্ক্রিপ্টের সংখ্যা দু’ডজন ছাড়িয়ে গেছে বহু আগে। নায়িকা বোঝে, দেরী করার কোন অর্থ নাই, কিন্তু যদি নায়ক তার চিন্তার মত না হয়, যদিও সম্ভাবনা কম, কিন্তু তাও নায়িকার ভয় হয়, যদি হাসি তামাশা করে, যদি অপমান করে ! এইসব ভয়, লজ্জা, আত্নগোপন প্রবণতা আর ঘরের এক কোণে একা আপন ভুবনে হারিয়ে যাওয়া থেকে হঠাত নায়কের আলোর মাঝে যাওয়া, নায়িকা ঠিক মেলাতে পারে না, যারফলে নায়কের পরিসীমার মাঝে অনুপ্রবেশ থেকে যায় একটি অধরা টিকেট।

অবশ্য এক কাজ করা যায়, কবিকে মিডিয়াম হিসেবে ব্যবহার করা যায়। এই লোকটাকে নায়িকার পছন্দ; নায়িকার বোঝামতে- লোকটার রাগ নাই, হিংসা নাই, তাড়াহুড়া নাই, কারো সাথে কোনরকম বন্ধনও নাই। কিন্তু এইসব প্রেমের দালালী কবি করবে না বলেই নায়িকার ধারণা, হয়তো শুনবেই না নায়িকার কথা, শুনলেও ভুলে যাবে। আরেক কাজ করা যায়, কবিকে দিয়ে সেইরকম একটা রোমান্টিক কবিতা লিখিয়ে নিয়ে নায়ককে দেয়া যায়। নাহ! বেশি ড্রামাটিক হয়ে যায় ব্যাপারটা; যদিও নায়ক ঐরকম না, কিন্তু তারপরও সেই কবিতা যদি নায়ক তার বন্ধুদের দ্যাখায় ! লজ্জা, লজ্জা।

তারচাইতে যেমন চলছে চলুক, কোন একটা উপায় তো বের হবেই।


নায়কঃ
নায়ক জানে, সুখী থাকার সবচাইতে কার্যকরী উপায় হল ব্যস্ত থাকা। অবশ্য, ইদানীং ব্যস্ততাগুলো বড্ড বেশী বংশ বিস্তার করা শুরু করেছে। একটার ঘাড়ে চেপে আরেকটা। আরাম কেদারায় বসে নিজেকে একটু সময় দেয়ার মত সময় কোথায়? বন্ধু বাড়ছে, আড্ডা বাড়ছে, পাঁচ-ছ বছর ধরে লেগে থাকার পর বাজারে নিজেদের ব্যান্ডের অ্যালবাম বের করার সুবর্ণ সুযোগ হেতু চাপ বাড়ছে, বাড়ছে পড়ালেখা নিয়ে সিরিয়াসনেস, জব নিয়ে চিন্তা, আর বাড়ছে অনাকাংখিত সাংসারিক দায়িত্ব, আবার থেকে থেকে একটা দুইটা থেকে ধীরে ধীরে বাড়ছে বিবাহের প্রস্তাবনা। এতো কিছুর মাঝেও নায়কের চোখ এড়ায় না-সবচাইতে বাড়ছে তার প্রতি একতলার নায়িকার আগ্রহ। হ্যাঁ, নায়িকা প্রায় সব দিক দিয়েই নায়কের সাথে মানানসই, তবে ইয়ে; এই যে বস্তা বস্তা ব্যস্ততা, নায়ক ভাবে- একটু রয়েসয়ে।

কবির সাথেও দ্যাখা করা দরকার, এই লোকটার কবিতা নায়ক তেমন একটা বোঝে না, তবে বোঝে –লোকটা ট্যালেন্টেড। নতুন অ্যালবামের জন্য চারটা গান তো কবিই লিখে দিল। নায়ক ও তার দল ঘন্টার পর ঘন্টা চা কিংবা গাঁজা কিংবা মদ কিংবা ইয়াবাতে ডুবে গিয়েও তো সেইরকম সুন্দর কোন লিরিক্স লিখতে পারছে না। আরও কয়েকটা গান লিখায় নিতে হবে। বাই প্রোডাক্ট হিসেবে গল্পসল্পও করা যাবে। এই লোকটার সাথে গল্প ঠিক হয় না, আজগুবি চিন্তাধারার একপক্ষীয় বর্ষণ হয়। নায়কের বেশ ভালোই লাগে ব্যাপারটা। কেউ কেউ থাক না পাগল ! এইতো সেদিন হঠাত রাস্তার পাশে টং দোকানে লোকটাকে দেখে নায়ক চা খেতে বসে গেল। অন্যান্য চাখোরেরা তখন দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে হা-হুতাশে ব্যস্ত। কবি কী নিয়ে ভাবছে প্রশ্নের উত্তরে নায়ক যা বুঝলো – সে ভাবছে হালাইব ট্রায়াংগেলের জনৈক যুবক ছিনতাইকারীর কথা। যুবক কোন গানটা শুনলে টের পায়-সেও একজন দেশপ্রেমিক? সুদানের জাতীয় সঙ্গীত? নাকি মিশরের জাতীয় সঙ্গীত?

পারেও বাপ, কেউ কেউ পারেও।

কবিঃ
দুই তলা পার হয়ে মাকড়সা অন্ধকারের মাঝ দিয়ে কয়েক কদম সিঁড়ি পেরোলে চিলেকোঠা, একটা ঘর। হয়তোবা চিলেকোঠার ঘরে থাকার কারণেই সে কবি, কিংবা কবি বলেই হয়তো তার এই কাব্যিক বাসস্থান। কবি বোঝে, তার জীবনের সকল সাফল্য এবং ব্যর্থতার জন্য একজন মাত্র দায়ী- নাম তার অন্যমনস্কতা। কবি আশেপাশে আগাছার মত জন্মাতে থাকা ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে ঘুরেফিরে বছরের পর বছর ম্যাথ পড়ায়। হোয়াইট বোর্ডে নিজেরই লেখা কালো কালো অদ্ভূত চিহ্নগুলির দিকে তাকিয়ে তার মনে পড়ে-মানিক বন্ধ্যোপাধ্যায় ম্যাথ পড়তেন, অথচ ভদ্রলোক কবিতা লিখতেন না বললেই চলে। কবিতা আর লজিক কি কন্ট্রাডিকটরি? এই ভাবনায় ডুবে গিয়ে সে মিনিটখানিকের অর্ধেকটুকু হারিয়ে ফেলে, তারপর সে মাথা ঘোরায়, নাদুসনুদুস কয়েকটি টেডি বিয়ার শিশুদের দেখে তার মনে হয়-এই বাচ্চাগুলিই না ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা স্কুলে আততায়ীর দ্বারা আক্রান্ত হয়েছিলো ! এমনিভাবে, প্রিন্সিপাল ম্যাডামের ঠোঁটের অনবরত কাঁপনের দিকে আধাঘন্টা খুব বুঝদারের মত তাকিয়ে থেকে লিপ্সটিক কে কবে কোন পরিস্থিতিতে আবিষ্কার করেছিলো এ চিন্তা ছাড়া আর কিছুই তার মাথায় খেলে না।

ভাত খাওয়ার সময় সে ভাবে গুহামানবদের কথা, ছাদে দাঁড়িয়ে ভাবে প্রশান্ত মহাসাগরে বিশালায়তন জাহাজের ডেকে সদ্য বিবাহিত মেরিন ইঞ্জিনিয়ারের দৃষ্টি ও দর্শনের কথা, ডেস্পিকেবল মি দেখতে গিয়ে ভাবে রসু খাঁর কথা- এই লোকটাকে নিয়ে একটা সিনেমা বানাতে না পারা পুরো বাংলা চলচ্চিত্র সমাজের জন্য কত্তবড় লজ্জা! বাসের লাইনে দাঁড়িয়ে হারিয়ে যায় অদূরে টুকটুকে লাল ফ্রক পরিহিতার ফুলের মালা বিক্রি ও বিক্রিসংক্রান্ত ঝামেলাসমূহের মাঝে। পেছন থেকে একটা মৃদু ধাক্কা আর একপাল চিৎকার আসে-‘ঐ মিয়া, আপনের সামনে দিয়া ধুমধাম লাইনে মানুষ ঢুইকা যাইতাসে; দ্যাহেন না? ’
এই এতসব ঝক্কি ঝামেলার মাঝে লেখালেখিটাই যা একটু মনযোগটা ধরে রাখতে কবির।

চলবে; ঐটুকু দিয়েই খুব ভালো চালানো যায় জীবন।

কবি, নায়ক, নায়িকাঃ
চিন্তারা এক প্রকার চারচাকার যান, স্পিডব্রেকারে হোঁচট খায় মাঝে মাঝেই। তেমনিভাবে রাতেরাও কিন্তু চারচাকার যান, যেমন এই রাতটা; সন্ধ্যা থেকে কি নিটোল ত্বরণে ছুটছিল ! ছাদের কংক্রিটে সাড়ে দশটা, কবির বামে নায়ক আসন গেড়ে বসা, ডানে নায়িকা দুহাতে হাঁটু মুড়ে, আর কবি হাত দুটো পেছনে ছাদের টাকে রেখে পা দুটো ছড়িয়ে দিয়ে। মূলত কবির প্রলাপ, নায়কের রসিক মন্তব্য আর দুইজনেরই সকল কথায় নায়িকার নিরঙ্কুশ সম্মতি জ্ঞাপন, এই হল নৈশভোজপরবর্তী কদাচিত ঘটা ছোট্ট আড্ডার কলকব্জা। এভাবেই চলতে চলতে এক পর্যায়ে সামনের বিল্ডিং এর চারতলায় লাল আলো জ্বলা একলা জানালায় চোখ রেখে কবি স্বগতোক্তির মত বলে ওঠে- জানো, বলতে গেলে এই যে জীবনের এতোটা পার করে আসলাম, এ পর্যন্ত কোন নারীকে আমি সত্যিকার ভালোবাসিনি, কোন নারীও আমাকে ভালোবাসেনি।

কবির বামে বসা নায়ক তার উশকো খুশকো চুলজংগল সমেত কিংকর্তব্যবিমূঢ় করোটিকে আরো একটু বামে নিয়ে অন্ধকার আকাশে একা জ্বলতে থাকা তারাটির দিকে তাকায়। ভাবে- আশ্চর্য ! কখনো ভালোবাসেনি, ভালোবাসাও পায়নি, এমন লোকের পক্ষেও এতো সুন্দর লেখা সম্ভব ! সাহিত্যে কী অভিজ্ঞতার কোন দরকার নাই? আর ডান পাশে চুলগুলোকে আরো একটু ছড়িয়ে দিয়ে অলৌকিক ভারে পুরো চেহারাটাকে হাঁটুর মাঝে গুঁজে দেয় নায়িকা। ভাবে- কবি কি বিশেষ কোন উদ্দেশ্যে এই কথা বললো ? হয়তো তাকে লক্ষ্য করেই তীর ছোঁড়া; হয়তো কবি সেই নারী হিসেবে তাকেই চায়। সে কি এখন কবির ফেলে রাখা হাতে তার হাতটি রাখবে ? তাহলে নায়ক? নায়কের কী হবে? কী হবে নায়িকার স্বপ্নের ?

এই যে এই পরিস্থিতিটাই হল স্পিডব্রেকার, রাতটা একটু হোঁচট খেল। তারপর আবার নতুন করে ত্বরণ বাড়িয়ে ছুটতে থাকল।

২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতি মাসে সামু-ব্লগে ভিজিটর কত? মার্চ ২০২৪ Update

লিখেছেন জে.এস. সাব্বির, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:০৮

মার্চ ২০২৪ সালে আমাদের প্রিয় সামু ব্লগে ভিজিটর সংখ্যা কত ছিল? জানতে হলে চোখ রাখুন-

গত ৬ মাসের মধ্যে সবচেয়ে বেশি ভিউ ছিল জানুয়ারি মাসে। ওই মাসে সর্বমোট ভিজিট ছিল ১৬... ...বাকিটুকু পড়ুন

প্রোএক্টিভিটি এবং কম্পাউন্ড ইফেক্ট: আমার গুরুত্বপূর্ণ দুইটি শিক্ষা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:১১



আমার গুরুত্বপূর্ন দুইটা লার্নিং শেয়ার করি। এই দুইটা টুল মাথায় রাখলে দৈনন্দিন কাজ করা অনেক সহজ হয়। টুল দুইটা কাজ করতে ও কাজ শেষ করতে ম্যাজিক হিসাবে কাজ করে।

এক.

স্টিফেন কোভের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ রূপান্তরঃ ট্রান্সজেন্ডার, সমকামিতা এবং যৌনতা বিষয়ক কিছু আবশ্যিক আলাপ

লিখেছেন সায়েমার ব্লগ, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২৩

প্রসঙ্গ রূপান্তরঃ
ট্রান্সজেন্ডার, সমকামিতা এবং যৌনতা বিষয়ক কিছু আবশ্যিক আলাপ

১।
যৌন প্রাকৃতিক, জেন্ডার নয়।জেন্ডার মানুষের সৃষ্টি (social, cultural construction)। যৌনকে বিভিন্ন সমাজ বিভিন্ন সময়ে যেভাবে ডিল করে, তাঁকে ঘিরে... ...বাকিটুকু পড়ুন

ইরান-ইজরায়েল দ্বৈরথঃ পানি কতোদূর গড়াবে??

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২৬



সারা বিশ্বের খবরাখবর যারা রাখে, তাদের সবাই মোটামুটি জানে যে গত পহেলা এপ্রিল ইজরায়েল ইরানকে ''এপ্রিল ফুল'' দিবসের উপহার দেয়ার নিমিত্তে সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনে বিমান হামলা চালায়।... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির ঝলক: প্রাকৃতিক সৌন্দর্যের অনুভূতি এবং মনের শান্তির খোঁজে

লিখেছেন নাহল তরকারি, ২০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:০১



সরল প্রাকৃতিক সৌন্দর্যের সংমিশ্রণে একটি ঘূর্ণায়মান পথ জুড়ে ঘুরে বেড়ানোর অবস্থানে আমি খুব শান্তি অনুভব করি। নদীর জল ছুঁয়ে পথ ধরে হাঁটতে হাঁটতে নৈসর্গিক সৌন্দর্যের সঙ্গে এক আন্তরিক সংযোগ অনুভব... ...বাকিটুকু পড়ুন

×