
ছবি: অন্তর্জাল থেকে নেওয়া
বিশ্বজুড়ে বিশ্বকাপের জ্বরে কাপছে ফুটবল প্রেমিরা। মেসি মশাইয়ের বয়স অনুপাতে এটাই সম্ভ্যাব্য শেষ বিশ্বকাপ। ঘরভর্তি মেসি মশাইয়ের কতশত পুরষ্কার। অধরা শুধু বিশ্বকাপে চুমু খাওয়া।
পত্রিকার পাতায় সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ছবি তরিৎ গতিতে ছড়িয়ে পড়ছে। কাতার বিশ্বকাপ ছেড়ে মেসি মশাই পল্টনে কি করেন!!! মেসি বসের উচিৎ পায়ে ফুটবল নিয়ে কসরৎ করা, হাতে হেভি অস্র নিয়ে নয়। সক্ষমতার সবটুকু যাদু হোক পায়ে-বলে কাতারের ময়দানে। পল্টনে পাইপ দিয়ে পটল তুলার কাজে সহায়তা করার কি দরকার।
মেসি মশাই ভাবে, "কাতারে এতো চমৎকার পায়ের যাদুর পর পল্টনে পাইপ হাতে এমন পারফর্মেন্সের পরেও ব্রাজিলয়ানরা আর্জেন্টিনারে পঁচায় ক্যান!!!"
যদিও গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশীদ দাবী করেছেন, আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে গুলি করা ব্যক্তি মেসি মশাই নন।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




