সবাই লিখছে, আমার ও লিখতে ইচ্ছে করছে.।কতটা বলতে পারব বুঝতে পারছি না, কারন একান্ত নিজ সম্পর্কে সর্বদাই নিরব,তবুও মানুষ তটা জানে তার সবটা স্বচ্ছ ভাবে ই জানে, যা জানে না তার কিছুই জানে না.... আপনারা হয়তো কিছু ই জানেন না...তাই কিছু জানানো...
1। আমার নিজের যে বিষয়টা সবচেয়ে বেশী ভাল লাগে তা হলো- হাসি আর কথা। গুছিয়ে টুক টুক কথা বলতে পারি না তবু অনেক কথা বলি, খুব উচু গ্রামে হাসি...মলিন মুখ খুব খুব কম মানুষ ই দেখেছে।আমি শ্রোতা হিসাবে ও অসাধারন।
2।হয় একা চলি না হয় সবাইকে নিয়ে দল বেধে চলতে পছন্দ করি।তাই বন্ধুর অভাব হয় না।
3।কোন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত সমস্যার কথা কাউকে বলি না, সমস্যা নিজেই ই সমাধান করি,
4।আদর্শে না মিললে সরে দাড়াই ওখান থেকে, নিজের আদর্শ চাপাতে যাই না, এই বিষয়ে ছাড় দিতে পারি না।
5।একটা স্বপ্ন লালন করে বেড়াচ্ছি সেই স্কুল জীবন থেকে, তার বাস্তবায়নে পথ চলছি,ধীরে হলেও আগাচ্ছি এবং এখন ও আমি সেই পথেই আছি...আশাবাদী আমি।
আর ও হয়তো অনেক কিছু বলা যায়....কিন্তু সাদিক যে পাঁচ দিয়েই শুরু করল..!! আপনারা তুস্ট না হলে এটা সাদিকের দায়..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


