আজ সেই দিন, যেদিন মুক্তির পূর্ব ক্ষনে ঘর থেকে ডেকে নিয়ে দেশের মেধাবী মানুষ গুলোর চিন্তা চেতনা কে চিরতরে থামিয়ে দিয়েছিল।আর কদিন পরই হয়ত তারা পেত তাদের কথার, চিন্তার প্রকাশের স্বাধিনতা। তারা তৈরী করত আর একটি প্রজন্মকে যারা তাদের চেয়ে ও প্রখর মেধার বিচ্ছুরন ঘটাত।বিকশিত হতো বাংলার সংস্কৃতি।তারা থাকলে হয়তো 3-লাখ না 30 লাখ এই সব নিয়ে মারা মারি করতে হতো না, 3দশক পরের কোন প্রজন্ম হয়ত ভুলেও বলতে পারতো না -আমিতো সে সময় জন্মাইনি।
আজ সেই দিন 14 ই ডিসেম্বর।বার বার ফিরে আসে। আর ও কাতর ভাবে ফিরে আসে আমার কাছে। আজও যে সেই দিনের পুনরাবৃত্তি দেখি,71 দেখিনি...কিন্তু আজও দেখতে হয় হুমায়ুন আজাদের মৃত্যু,দেখতে হয় ন্যায়ের পথে চলা ,সত্য কথা বলা সেই সব শিক্ষকদের মৃত দেহ।আজও আলোর দিশারী সেই সব মানুষ-হাসান াজিজুল হক আর জাফর ইকবালের মতো মানুষদের নিয়ে ভয়ে থাকতে হয় ,কখন যেন গুলি করে ফেলে দিবে।আজও তারা একই ভাব চিরতরে শেষ করে দিতে চায় আলোক উৎস।
সেই 14 ই ডিসেম্বর বার বার ফিয়ে আসে আরও জান্তব আর হিংশ্র রূপ নিয়ে।এবার ও শত্রু চিহি্নত।14ই ডিসেম্বরের সেই গণ হত্যা র পর ও যদি আমরা এতো গুলো আলো পাই, তাদের এই দুই চার হত্যা আলোক উৎস নির্বাপিত করবে দূরাশা মাত্র। এরা ও যুগে যুগে আসবে....আলোকিত হবে এই বাংলা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


