হায় রে ব্লগ....আবার শুরু হয়েছে।কিছু মানুষ ইনটেনশনালী কিছু পোস্ট দিচ্ছে,সাথে নিজেদের প্রচার ও করছে।কিন্তু কেন জানি খুব মিস করছি কবিতা গুলো....
এখন ব্লগের কবিরা আর কবিতা লিখে না।এক সময় ছিল সারা পাতা জুড়ে কবিতার ছড়া ছড়ি।দেশে ও জরুরী অবস্থা আসলো, কবিতা ও কমে গেল......
কবি নাকি কবি হয়ে উঠে, প্রেমে -বিরহে,দ্রোহে- বিপ্লবে,ক্ষুধায়-কস্টে, বিচ্ছিন্নতা আর যুক্ততায়।
কোথায় হে কবি কুল,কলম চলে না কেন?জরূরী অবস্থায় কি সব ঘুমায়ে পড়ল!!!
কবিতা চাই.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



