একটা সময় ছিল, যখন সবাই মনে করতো SOULS মানেই তপন চৌধুরী। অবশ্য মনে করার কারনও ছিল।জনপ্রিয় এই শিল্পী উক্ত ব্যান্ডে থাকাকালীন এমনসব হিট গান উপহার দিয়েছিলেন যা তখনকার অন্যান্য ব্যান্ডের কাছে ঈর্ষনীয় হয়ে দাড়িয়েছিল।যাইহোক, সেই গানগুলো পুরোনো ক্যাসেট থেকে রিপ করে আপলোড করলাম। কারও পছন্দ হলে সংগ্রহে রাখতে পারেন।
১। মন শুধু মন ছুঁয়েছে
২।কান্দ ক্যানে মন পাগলারে
৩।দুঃখ আমার চিরসাথী
৪।আমার ভালবাসা ফরেস্ট হীলের এক দুপুরে
৫। এই কীর্তিনাশা তীরে বাইন্দাছিনু
৬।চানমুখে মধুর হাসি
৭।কলেজের করিডোরে দেখেছি
৮।আচ্ছা পাগল মনরে
৯।এ এমন পরিচয়
১০। জ্বালাইয়া গেলা মনের আগুন
১১।নদী এসে পথ
১২।এই মুখরিত জীবনের চলার পথে
১৩।সুখ পাখী আইলো উড়িয়া
১৪।সাগর বেলায় এসে
১৫।ও রজনীগন্ধা তোমারই গন্ধে
১৬।আমি মুঠোর ভিতর
১৭।আমরা যে ভালবাসি সোনার বাংলাকে
১৮।ভুলে গেছো তুমি
গানগুলো মুছে দেয়া হয়াছে
বিঃ দ্রঃ "এ এমন পরিচয়" এবং "জ্বালাইয়া গেলা" গান ২ টি অবশ্য সিডি থেকে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




