ওরে নীল দরিয়া
তারাভরা রাতে তোমার কথা
তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়
ভাবনা আমার আহত পাখীর মত
Click This Link
কত গানের স্বরলিপি লিখেছি
আমি বসন্ত হয়ে এসেছি
Click This Link
ভালবাসা যদি যন্ত্রনা হয়
প্রেম তুই দেনা আমায়
ওগো তন্বীতনুলতা বহ্নিআঁখি
আলোর গানে ভূবন মেতেছে
Click This Link)
নীরব পৃথিবী দুয়ারে তোমার
বিদায় দাও গো বন্ধু তোমরা
দুটি মন যখন কাছে এলো
আমি এক নীড়হারা ঝড়ের পাখী
আমার সে প্রেম আমাকে ফিরিয়ে দাও
একটি মনের আশিষ তুমি
মন তুই দেখলিনারে চিনলিনারে
এ ভুবনে কে আপন পর বলি কারে
Click This Link)
এই সে সোনার দেশ
Click This Link
ঘুরে এলাম কত দেখে এলাম
এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি
আমি তো বন্ধু মাতাল নই
হে পৃথিবী আমার প্রশ্ন শোন
Click This Link)
কে যেন আমায় ডাকে প্রিয় নাম ধরে
Click This Link
কি সুখ পাও তুমি
শিকল ছিড়িতে না পারে
শত্রু তুমি বন্ধু তুমি
Click This Link
কলসী কাঁখে ঘাটে যায় কোন রুপসী
ব্যথার আগুন যদি জ্বেলে দেয়
ঢেউয়ের পরে ঢেউ এসে
আমাকে পোড়াতে যদি
অনেক বছর পার হয়ে এসে
ফুলের আড়ালে ছিল বিষকাটা
তোমাদের জলসাঘরে আমি যে নতুন করে
জানি কবিতার চেয়ে তুমি সুন্দরীতম
পৃথিবী তোমার কোমল মাটিতে
ও প্রান সজনী
তুমি আছো সবই আছে
তোমার ভূবনে এত অসহায়
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:২৪