চলো পাল্টাই
বাঙ্গালির সকাল শুরু হয় বারোটাই
এভাবে আর নয়,
চলো পাল্টাই, চলো পাল্টাই, চলো পাল্টাই
দুপুরের খাবার খেয়ে, মোরা সব বাঙ্গালিই ঘুমায়
চলো পাল্টাই, চলো পাল্টাই, চলো পাল্টাই
বিকেলে বাঙ্গালির কোন কাজ নাই,
তাই চায়ের দকানে গিয়ে গলা বাজাই
এভাবেই যায় চলে দিন ,
বাড়ে শুধু দেশের কাছে অসীম এক ঋন
সন্ধ্যা না আসতেই,
বাঙ্গালি মনে করে রাত গেল বুঝি হায়,
চলো ঘুমায়
এভাবে আর নয়,
চলো পাল্টাই, চলো পাল্টাই, চলো পাল্টাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




