দেশে কী হচ্ছে, কী হবে- রাজনীতিবিসহ বিভিন্ন পেশার প্রভাবশালী যারা এবার ঈদ উদযাপন করতে ঢাকা থেকে গ্রামে গেছেন তাদের প্রায় সকলেই গ্রামের সাধারণ মানুষের এ অভিন্ন প্রশ্নের মুখে পড়েছেন। রাজধানীর প্রভাবশালীরা রাজনীতি, সরকার ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা নিয়মিত খোঁজখবর রাখেন- এমন বিশ্বাস থেকেই গ্রামের লোকজন তাদের উদ্দেশে এ প্রশ্ন ছুঁড়ে দেন।
গ্রামের সর্বত্র এখন একটাই প্রশ্ন ভেসে বেড়াচ্ছে- দেশে কী হচ্ছে? আরও প্রশ্ন ছিল- জরুরি অবস্থা আর কতদিন চলবে? নির্বাচন কবে হবে? দেশের দু’শীর্ষ নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার ভাগ্যে কী ঘটবে? সংস্কারের গন্তব্য কোথায়?
গ্রামের সচেতন মহলের কেউ কেউ বলেছেন, ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে সম্ভবত সরকারের কাছেও স্পষ্ট কোনও চিত্র নেই। যার কারণে সরকারও একেকবার একেক কৌশল নিচ্ছে। বিভিন্নরকম পরীক্ষামূলক কৌশল প্রয়োগ করতে গিয়ে কোনও কোনও ক্ষেত্রে সরকার ভুল সিদ্ধান্তও নিচ্ছে। যার কারণে সরকারকে বারবার সিদ্ধান্ত বদলাতে দেখা যাচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




