মি. আরিল,
বাংলায় লিখেতেছি বলিয়া বুঝতে অসুবিদা হইবে না আশা করি।
সকালে সা. ইনে লগিন করিয়াই নোটিশবোর্ডে আপনার মন্তব্য প্রতিবেদনখানা (আদৌ কি তা?)
মনোযোগ দিয়া পড়িলাম।
বুঝিলাম, এত কিছু লিখে সময় নষ্ট করে আপনি বোকামি করিয়াছেন।
'ব্লগ মানে উন্মুক্ত মত প্রকাশের অধিকার। সুতরাং রাজাকার-আলবদরগনও এখানে তাহাদের রাজাকারি-দাদাগিরি ফলাইতে পারিবে। একই সঙ্গে তাহাদের উৎপাতও ব্লাগারদের সহ্য করা হইবে। জয়তু রাজাকার। '
এইটুকু বলিলেই কিন্তু হইত। এত বিশ্লেষণের প্রয়োজন পড়িত না। কারণ সা.ইনের ব্লগাররা ফিডার খায় না।
আপনি হয়তো জানিয়া থাকিবেন,
'চোরে না শোনে ধর্মের কাহিনী', 'কয়লা ধুইলে ময়লা যায় না' ইত্যাদি প্রবাদবাক্যগুলা। এইগুলা তো এমনি এমনি তৈয়ার হয় নাই।
সুতরাং মিথ্যে বুঝ দিবার চেষ্টা করিবেন না। স্বাধীনতাবিরোধীদের প্রতি আপনার যে একটা সফট কর্ণার রহিয়াছে তাহা অস্বীকার করিবার মতো ধৃষ্টতা বোধকরি আপনি দেখাইবেন না।
কিন্তু আপনি বুঝিতেছেন না, সেই সফট কর্ণার থেইকা কিক করিয়া আপনাকে একদিন 'তাহারা' গোলপোস্টের ভিতর দিয়া মাঠের বাইরে ফালাইয়া দিবে। যেমনটি বুঝিতেছে বিএনপি। বুঝিতেছে '৭১-এ তাদের জাতীয় ক্ষমা করিয়া দেওয়া বাঙালি জাতি।'
আমরা যারা, রাজাকার-আলবদর প্রশ্নে আপোষ করিবার ইচ্ছা পোষণ করি না, করিতে পারি না (পারিবার প্রশ্নই আসে না) আপনি তাহাদের উদ্দেশে একখানা নোটিশ লিখিয়া ছাড়েন....এই মর্মে যে,
'সা. ইন রাজাকারদের নিয়াই পথ চলিতে চায়। আপনাদের যাহাদের যাহাদের সহ্য হইবে না, তাহারা আলবিদা!'
আমরা চলিয়া যাইব। কসম বলিতেছি, চলিয়া যাইব।
তবে যাইবার আগে আপনার প্রতি একখানা অনুরোধ...
দয়া করিয়া সা.ইনের ব্যানার হইতে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার ছবিখানা সরাইবেন।
কারণ জাতীয় পতাকার নিচে কোনো রাজাকার তাহার উন্মুক্ত মত প্রকাশ করিবে----এটা যুক্তিসংগত নহে।
আর বিশেষ কিছু লিখিয়া আপনার সময় নষ্ট করিব না।
ভুল-ত্রুটি নিজগুনে ক্ষমা করিবেন।
ইতি
গোপনীয়া।
বি.দ্র:
ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু (আরিলের উদ্দেশে বিশেষ মানপত্র!) শিরোনামে
০৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৩২ মিনিটে উপরোক্ত পোস্টটা করেছিলাম।
কিন্তু কোনো কারণ না জানিয়ে পোস্টটি মুছে দেওয়া হয়েছে।
তাই রিপোস্ট করলাম।
এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট ও যৌক্তিক জবাব চাচ্ছি।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





