দু বন্ধু।
একজনের নাম কামরুজ্জামান।
আরেকজনের নাম বদরুজ্জামান।
খুবই অন্তরঙ্গ বন্ধু তারা।
সব বিষয়েই নিজেদের মধ্যে তারা আলাপ-আলোচনা করে।
একমাত্র নিজেদের স্ত্রী আর বান্ধবী প্রসঙ্গ ছাড়া।
একদিন কামরুজ্জামান বলল, দোস্ত বিপদে আছি।
কেন? কিসের বিপদ? বদরুজ্জামান বন্ধুর কথা শুনে উদ্বিগ্ন।
আমি যে পরকীয়া করি সেটা তোর ভাবী বুঝে ফেলেছে। এখন কী করা।
বদরুজ্জামান বলল, আরে দোস্ত একই সমস্যা তো আমারও।
কামরুজ্জামান বলল, আচ্ছা, আমি তো এখন পর্যন্ত তোর বউকেই দেখিনি। একদিন পরিচয় করিয়ে দে। আমি তাকে বুঝিয়ে বলব।
আমাকেও তো দেখাসনি তোর বউকে। একদিন দেখা, আমি তাকে বুঝিয়ে বলব। বদরুজ্জামান বলল।
অগত্যা দুজনই রাজি হলো।
নির্ধারিত দিনে কামরুজ্জমান এবং বদরুজ্জামান অফিস থেকে তাদের স্ত্রীকে ফোন করে বলল, বসুন্ধরা সিটির গেটে থাকতে।
যথাসময়ে কামরুজ্জামান এবং বদরুজ্জামান অফিস শেষ করে বসুন্ধরা সিটির গেটে এসে হাজির। কিন্তু তাদের কারো স্ত্রীর আসার খবর নেই।
বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ দুটি মেয়েক একসঙ্গে হেটে আসতে দেখে কামরুজ্জামান আতকে উঠল।
কিরে কি হয়েছে? বদরুজ্জামান জিজ্ঞেস করল।
আর বলিস না, আমি আজকে গেছি। ওই যে দ্যাখ, আমার স্ত্রী আর আমার গার্লফ্রেন্ড একই সঙ্গে হেঁটে আসছে...
বদরুজ্জামান অবাক হয়ে বলল, আরে আমিও তো ঠিক এই কথাটাই তোকে বলতে যাচ্ছিলাম!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





