সাপ্তাহিক খরচ ব্যাপারটা আমাদের দেশে হিসাব করা হয়না। তবু আসুন দেখি দুনিয়ার বিভিন্ন দেশে ৪ থেকে ৭ জনের পরিবারে সপ্তাহে কত খরচ হয়!
তালিকাটা রেনডম ভিত্তিতে করা হয়েছে, কোন ক্রমিক রাখা হয়নি, বড্ড ঝামেলা। আর হ্যাঁ এটা সর্বনিম্ন বা সর্বোচ্চ খরচ নয়, মোটামুটি মধ্যবিত্ত পরিবারকেই ধরা হয়েছে।
প্রথমে পরাশক্তি জার্মানী: ৪ জনের পরিবারে সপ্তাহে ৫০০.৭ ডলার লাগে।
![]()
লুক্সেমবার্গ, ৪ জনের সপ্তাহে ৪৬৫ ডলার।
![]()
ফ্রান্স; সপ্তাহে ৪১৯.৯৫ ডলার, ৪ জনের পরিবারে।
![]()
এবার অস্ট্রেলিয়া; পরিবার পিছু সপ্তাহে ৩৭৬.৪৫ ডলার লাগে।
![]()
কানাডা, সপ্তাহে ৩৪৫ ডলার।
![]()
নর্থ ক্যারোলিনা, যুক্তরাস্ট্র, সপ্তাহে ৪ জনের লাগে ৩৪১.৯৮ ডলার!
![]()
কডিরাহ, জাপান, সপ্তাহে ৩১৭.২৫ ডলার।
![]()
গ্রীনল্যান্ডে পরিবার পিচু সপ্তাহে খরচ ২৭৭ ডলার।
![]()
ইতালী ২৬০ ডলার, পরিবার পিছু সপ্তাহের খরচ।
![]()
এরপর কুয়েত সিটি, কুয়েত ৮ জনের পরিবারের সপ্তাহিক খরচ ২২১.৪৫ ডলার। তূলনামুলকভাবে বেশ সস্তাতো!
![]()
মেক্সিকো, ৫ জনের পরিবারে সপ্তাহে খরচ ১৮৯.০৯ ডলার।
![]()
পোল্যান্ড, ৪ জনের জন্য সপ্তাহে ১৫১.২৭ ডলার।
![]()
তুরস্ক, পরিবার পিছু সপ্তাহে ১৪৫ ডলার।
![]()
মিসরের কায়রোতে সপ্তাহে পরিবার পিছু লাগে ৬৮.৩ ডলার।
![]()
১৩ জনের পরিবারে ভুটানে সপ্তাহে লাগে ৫.০৩ ডলার!
![]()
চাদ, ৬ জনের পরিবারে সপ্তাহে লাগে ১.২৩ ডলার । মনে হয় এটুকু খরচ তাদের করতেই হয়!
![]()
সৃস্টিকর্তার অশেষ মেহেরবানী আপনি ভাল আছেন।
সুত্র: Click This Link
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




