সাময়িক বিষয়, প্রাসঙ্গিক আলোচনা এবং সরাসরি দর্শকদের অংশগ্রহণের জন্য অনুষ্ঠানটি আমি নিয়মিত দেখি। কিন্তু প্রায়ই একটা বিষয় ভাবতে থাকি-উপস্থাপক, অতিথি এবং দর্শক সবাই বাংলাদেশি হওয়া সত্ত্বেও এর নাম "Our Democracy" কেন? বাংলায় "আমাদের গনতন্ত্র" রাখলে কি বেমানান হয়ে যেত? তাই ভাবলাম আজ ওদের সাথে এ বিষয়ে কথা বলতে হবে। ফোন দিলাম। অনেক্ষণ পরে সংযোগ পেলাম। কুশল বিনিময়ের পর আমার নাম ঠিকানা জানতে চাইলেন। আমি বললাম। এবার আমাকে বলা হলো আপনার প্রশ্ন কী?
আমি বললাম, "আমার প্রশ্ন আপনাদের বিষয়বস্তুর বাইরে" (সেদিন আলোচ্য বিষয় ছিল অটিজম)। আমি জানতে চাই, অনুষ্ঠানে উপস্থাপক, অতিথি এবং দর্শক সবাই বাংলাদেশি হওয়া সত্ত্বেও এর নাম "Our Democracy" কেন? আমরা কি এর নাম আমাদের গনতন্ত্র রাখতে পারতাম না? সুন্দর করে একটা ধন্যবাদ দিয়ে বললেন আপনার কলটা আমরা যথস্থানে পাঠিয়ে দিচিছ, আপনি একটু অপেক্ষা করুন। কিছুক্ষণ পর যথারীতি আবার আরেকজনের প্রশ্ন-আপনার প্রশ্ন কী? বললাম তবে সুরাহা পেলাম না। আমাকে একটা ছোট্ট ধন্যবাদ দিয়ে কড়াৎ। মনটা খারাপ হয়ে গেল। একটা বিষয় লক্ষ করলাম, অনুষ্ঠানে যে সকল দর্শক ফোন করছেন তাদের প্রায় সবাই মেয়ে। তবে এখানে কি মেয়েদের জয়জয়কার? হয়তো মায়েরা তাদের প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটু বেশি চিন্তিত তাই।
আচ্ছা-আমার প্রশ্নটা কি অতটাই উদ্ভট ছিল যে এটা চুড়ান্ত পর্যায়ে যেতে পারলোনা? একটা বিষয় লক্ষনীয়; যখন ফেব্রুয়ারি আসে আমরা সবাই বাংলা ভাষা প্রেমিক হয়ে যায়। ফেব্রুয়ারিতো বাঙালির বৈশিষ্ট নয়। বাঙালির আছে মাঘ-ফাল্গুন-চৈত্র। তবে আমরা ২১ ফেব্রুয়ারি নিয়ে এত মাতামাতি করি কেন? এই ফেব্রুয়ারিতে এসব চ্যানেলকে দেখা যায় ভাষার গান, দুচারটে অনুষ্ঠান অথবা সংবাদে কিছু প্রতিবেদন। হয়ে গেল ওদের দায়িত্ব শেষ। "Our Democracy"-র মত উদ্ভট চিন্তা-ভাবনা ওদের মাথা থেকে নামেনা। যদি কেউ ভাবতে চাই, ভাবনা ভাগাভাগি করতে চাই তাকে ফেলে দেওয়া হয় উচ্ছিষ্টের মত। আজ সেই সকল জান্নাতী আত্মাকে যদি প্রশ্ন করা হয়- আপনাদের সেদিনের মিছিলে আপনারা কী চেয়েছিলেন? ২১ ফেব্রুযারির জয় নাকি সর্বস্তরে বাংলা? উত্তর কারো অজানা নয়। তবে আমাদের এই অবস্থা কেন?
২১ ফেব্রুয়ারি আন্তার্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। এটা আমাদের আনন্দের ও গৌরবের বিষয়। কিন্তু আমাদের শহীদদের চেয়ে বেশি গৌরবের কি?
যুগে যুগে বিভিন্ন ভাষা থেকে বিভিন্ন শব্দ বাংলায় এসে আমাদের ভাষাকে সৌন্দর্যমন্ডিত করে তুলেছে। অনেক ক্ষেত্রে অনেক শব্দ বাংলায় বলার কোনো সুযোগ থাকে না। কিন্তু সর্বস্তরে সাধারণ বাংলাকে স্থান না দেওয়া অর্থ কি এই নয় যে বাংলা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে?
সেদিন সন্ধ্যায় আমার এই মনে হয়েছিল।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




